বাংলার এই কেন্দ্রগুলিতে বিজেপিকে হারাতে পারবে না তৃণমূল! বাড়বে পদ্মের সিট? দেখুন সমীক্ষা

এবারের সমীক্ষা অনুযায়ী রাজ্যের শাসক দল তৃণমূল জয়লাভ করতে পারে ২০টি আসনে। অন্যদিকে বিজেপি জয়লাভ করতে পারে ২০টি আসনে। কংগ্রেস এবার জয়লাভ করতে পারে ২টি আসনে।

লোকসভার লড়াইটা যে সহজ হবে না, তা নানা জনমত সমীক্ষা থেকেই স্পষ্ট। কোন কোন কেন্দ্রে তৃণমূলকে টক্কর দেবে বিজেপি, তা আগে থেকেই আভাস দিচ্ছে সমীক্ষা। এবিপি সি ভোটার সম্প্রতি যে সমীক্ষার ফলাফল সামনে এনেছে সেই ফলাফল থেকে স্পষ্ট, ১ থেকে ৩ শতাংশ সুইং ভোট যেকোনো সময় খেলা ঘুরিয়ে দিতে পারে। এবিপি সি ভোটার একটি সমীক্ষা চালিয়ে রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রে তৃণমূল, বিজেপি বা অন্যান্যরা কোথায় কোথায় এগিয়ে থাকতে পারে তার একটি ইঙ্গিত দিয়েছে।

এবারের সমীক্ষা অনুযায়ী রাজ্যের শাসক দল তৃণমূল জয়লাভ করতে পারে ২০টি আসনে। অন্যদিকে বিজেপি জয়লাভ করতে পারে ২০টি আসনে। কংগ্রেস এবার জয়লাভ করতে পারে ২টি আসনে। যদি এই সমীক্ষার ফলাফল বাস্তবের রূপ পায় তাহলে রাজ্যের শাসক দল হিসেবে তৃণমূলকে চরম বেগ পেতে হবে। কেননা গত লোকসভা নির্বাচনে তারা ২২ টি আসনে জয়লাভ করেছিল। এক্ষেত্রে তাদের দুটি আসন হারাতে হবে। আর বিজেপি জয়লাভ করেছিল ১৮টি আসনে, তাদের আসন সংখ্যা বাড়বে ২টি। আবার কংগ্রেস গত লোকসভা নির্বাচনের মতো দুটি আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

Latest Videos

মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে জল্পনা যতই থাকুক না কেন এই সমীক্ষায় কিন্তু ফের একবার এগিয়ে রাখা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে। তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষমেশ জয়লাভ করতে পারেন বলেই আশা করা হচ্ছে। আর তিনি যদি জয়লাভ করেন তাহলে এই কেন্দ্রে পরাজয়ের মুখ দেখতে হবে এবারের তৃণমূলের অন্যতম তারকা প্রার্থী ইউসুফ পাঠানকে। অন্যদিকে মালদা দক্ষিণে জয়লাভ করতে পারেন কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী।

সমীক্ষা জানাচ্ছে, রাজ্যের শাসক দল তৃণমূল যে কয়েকটি কেন্দ্রে জয়লাভ করতে পারে বলে মনে করা হচ্ছে অর্থাৎ তাদের এগিয়ে রাখা হচ্ছে সেগুলি হল বসিরহাট, শ্রীরামপুর, মুর্শিদাবাদ, আসানসোল, বারাসাত, বীরভূম, জঙ্গিপুর, উলুবেরিয়া, যাদবপুর, কলকাতা উত্তর, জয়নগর, কলকাতা দক্ষিণ, কৃষ্ণনগর, ডায়মন্ড হারবার, বোলপুর, বর্ধমান পূর্ব, দমদম, হাওড়া, মথুরাপুর এবং ঘাটাল।

সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রগুলিতে বিজেপিকে হারাতে পারবে না তৃণমূল। সেগুলি হল মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া, হুগলি, কোচবিহার, ব্যারাকপুর, বাঁকুড়া, রানাঘাট, বর্ধমান দুর্গাপুর, জলপাইগুড়ি, মালদা উত্তর, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কাঁথি, বনগাঁ, আরামবাগ, বিষ্ণুপুর এবং দার্জিলিং।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari