নন্দীগ্রামে আবারও বড় সাফল্য তৃণমূলের, বিজেপিকে হারিয়ে দখল আরও এক সমবায়ের

Published : Jan 25, 2026, 06:38 PM IST
tmc bjp

সংক্ষিপ্ত

রানিপুর সমবায় সমিতির মোট ৪৫টি আসনের পাঁচটিতে আগে থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বাকি ৪০টি আসনে রাজ্যেরশাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপির মধ্যে সামনাসামনি লড়াই হয়েছিল। 

নন্দীগ্রামে সমবায় নির্বাচনে আবারও জয় পেল তৃণমূল কংগ্রেস। মাত্র সাত দিনের ব্যবধানে এটা ঘাসফুল শিবিরের দ্বিতীয় জয়। রবিবার বিকেলে সবুজ আবির উড়ল শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরে। আমদাবাদের সমবায় সমিতির ভোটে জেতার পর এবার তৃণমূল কংগ্রেস দখল করল রানিপুর সমবাস সমিতিও।

সমবায় জয় তৃণমূলের

রানিপুর সমবায় সমিতির মোট ৪৫টি আসনের পাঁচটিতে আগে থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বাকি ৪০টি আসনে রাজ্যেরশাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপির মধ্যে সামনাসামনি লড়াই হয়েছিল। ৪৫টি আসনের মধ্যে টিএমসি পেয়েছে ২৭টি আর বিজেপি জয়ী হয়েছে মাত্র ১৮টি আসনে।

ব্যাকফুটে বিজেপি

এই সমবায় নির্বাচনের জয়কে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখছে। কারণ নন্দীগ্রাম কেন্দ্রে রাজ্যের হটসিটগুলির মধ্যে একটি। গত নির্বাচনে এই কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে এবার বিজেপি প্রার্থীকে হারিয়ে তারই বদলা নিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। তেমনই দাবি করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ২০২৬ সালে বিধানসভা নির্বাচন সামনেই। তার আগেই সমবায় নির্বাচনকে সেমিফাইনাল হিসেবে দেখছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও এই নির্বাচনকে তেমন গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

গত বছরের জানুয়ারিতে তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা 'সেবাশ্রয়' উদ্যোগের অধীনে এই মেডিকেল ক্যাম্পগুলো আয়োজন করা হয়। গত সপ্তাহে আমদাবাদ সমবায় নির্বাচনে জিতে তৃণমূল কংগ্রেস দাবি করেছিল অভিষেকের সেমাশ্রয়ে জন্যই এই জয় সম্ভব হয়েছিল। "সেবাশ্রয় দ্রুত নন্দীগ্রামের মানুষের স্বাস্থ্য ও মঙ্গলের জন্য একটি বিশ্বস্ত জীবনরেখায় পরিণত হচ্ছে। সেবাশ্রয় ক্যাম্পে মানুষের ভিড় শুধু প্রয়োজনই নয়, বরং এমন একটি ব্যবস্থার প্রতি গভীর বিশ্বাসকে প্রতিফলিত করে যা যত্ন, মর্যাদা এবং সময়মত চিকিৎসা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেয়," তৃণমূল এক্স-এ লিখেছিল।

নন্দীগ্রাম একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন, যেখানে ২০২১ সালে, বিজেপির শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১,৯৫৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। এই বছরের শেষের দিকে রাজ্যে বিধানসভা ভোটের আগে এই সমবায় নির্বাচনের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে, ৪ জানুয়ারী, বিজেপি নন্দীগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৯টি আসনের সবকটিতেই জিতেছিল, যেখানে তৃণমূল একটিও আসন পায়নি। নন্দীগ্রাম সমবায় নির্বাচনে জয়ের পর বিজেপি কর্মীরা উল্লাস করেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Padma Awards 2026: পদ্মশ্রী পেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, বাংলা থেকে আর কে কে জানুন
কার ওপর এত ক্ষুব্ধ? SIR শুনানিতে গিয়ে একি হল মন্ত্রী শশী পাঁজার! | SIR Hearing | Shashi Panja | TMC