বাংলায় পারদ পতন অব্যাহত রয়েছে, জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস জানতে দেখে নিন আজকের আবহাওয়ার খবর

দার্জিলিং এবং কালিম্পং জেলায় আজ আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে প্রায় ১ মাস আগেই এসে পড়েছে শীত। বিগত অক্টোবর মাস থেকেই নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই পতন অব্যাহত রয়েছে নভেম্বরের শেষের দিকেও। একইভাবে আজও অধিকাংশ জেলাতেই স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা রয়েছে নিচের দিকে। কোনও কোনও জেলায় আকাশে হালকা মেঘ দেখা যেতে পারে। তবে, মোটামুটি সমস্ত জেলাতেই আজ আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানাচ্ছে মৌসম ভবন। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে অধিকাংশ জেলাতেই।

১৮ নভেম্বর, শুক্রবার কলকাতার তাপমাত্রায় পারদ পতন অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কম। স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কমে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

Latest Videos

শৈলশহর দার্জিলিঙে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে কালিম্পঙে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। শুক্রবার জলপাইগুড়ি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দার্জিলিং এবং কালিম্পং জেলায় আজ আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

বাঁকুড়া এবং বর্ধমান জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে বেলা বাড়লে সেই তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সারাদিনে আকাশ হালকা মেঘলা থাকতে পারে।

দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগণা জেলায় আজ আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। দুই মেদিনীপুর জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আপাতত রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে, তবে আজ কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলাতেই বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে।

আরও পড়ুন-
একটি সাইকেলে ১০ সওয়ারি, ১ জন চালক আর তাঁর ঘাড়েপিঠে ৯ জন যাত্রী দেখে হতবাক নেট পাড়া
পার্থ-ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের বাড়িতে ছিল দিলীপ ঘোষের দলিল, এবার সেই দলিলে পাওয়া গেল আরও জোরালো তথ্য
মানিক-পুত্র সৌভিকের ব্যাঙ্কে কীভাবে এল কোটি কোটি টাকা? জেরা করার আগেই ‘নিখোঁজ’ বিধায়কের স্ত্রী ও ছেলে

Share this article
click me!

Latest Videos

'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results