"টাকা দিয়ে মিটিয়ে নিতে বলা হয়েছে" এবার ভাইরাল হল ঠাকুর পুকুর দুর্ঘটনার ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ

Published : Apr 09, 2025, 12:43 PM IST
Accident

সংক্ষিপ্ত

"টাকা দিয়ে মিটিয়ে নিতে বলা হয়েছে" এবার ভাইরাল হল ঠাকুর পুকুর দুর্ঘটনার ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ

পরিচালকের গাড়ির ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের। ভাইরাল হয়ে গেল ভয়াবহ মুহূর্তের সিসিটিভি ফুটেজ। এ ছাড়াও টাকা দিয়ে মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনই অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল চালক। প্রথমে কম গতিতে থাকা একটি মোটর বাইকে ধাক্কা মেরে এগিয়ে যাওয়ার করে গাড়িটি। তারপরেই ভিড়ে ঠাসা বাজারে বেপরোয়া গতিতে চলতে থাকে গাড়িটি। ধাক্কা মারতে থাকে পরের পর পথচারীকে। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেদিনের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ। পাশাপাশি টাকা নিয়ে সব মিটমাট করে নেওয়ার প্রস্তাবের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

গাড়ির ধাক্কায় নিহতের ছেলে জানিয়েছেন, "আব্বাকে ওরা খুন করে দিয়ে চলে গেল। পুলিশ ওদের গাড়িতে হাসতে হাসতে উঠিয়ে নিয়ে চলে গেল। আসামীরাও হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে চলে গেল। বলছে, টাকা দিয়ে মিটিয়ে নাও। পুলিশ, ওদের হয়ে যারা উকিল দাঁড়িয়েছে, তারা বলেছে এ কথা।"

কী দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে?

ভআইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ভিড়ে ঠাসা বাজারে প্রথমে একটি বাইককে ধাক্কা মারে গাড়িটি। তারপর কোনও কিছুর তোয়াক্কা না করে বাজারের মধ্যে দিয়েই বেপরোয়া গতিতে বাজারে ঢুকে ৬ জনকে ধাক্কা মারে গাড়িটি যার মধ্যে মৃত্যু হয়েছে আমিনুর রহমান নামের প্রৌঢ়ের।

PREV
click me!

Recommended Stories

বছর শেষে কোন ফান্ডে কত লাভ? দেখুন Mutual Fund-এর রিপোর্ট কার্ড। বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩৪
বাংলাদেশে দীপু দাসের হত্যা, প্রতিবাদে ইউনুসের কুশপুতুল দাহ দিল্লিতে | Dipu Chandra Das Protest Delhi