কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার-সহ একাধিক আধিকারিক সবুজ পাতাকা নেড়ে চার মাস পরে টয় ট্রেনের যাত্রা শুরু করিয়ে দেন।
পাহাড়ের পর্যটকদের জন্য সুখবর। দুর্যোগ কাটিয়ে চার মাস পরে আবার চালু হচ্ছে টয় ট্রেন পরিষেবা। অতিবৃষ্টি, পাহাড়ি ধস - একের পর এক প্রকৃতিক বিপর্যয়ের কারণে আগস্ট মাস থেকেই বন্ধ ছিল টয় ট্রেন পরিষেবা। রবিবার ১৭ নভেম্বর থেকে চেনা ছন্দে ফিরল পাহাড়। কারণ এদিন থেকেই শুরু হল পাহাড়ের টয় ট্রেন পরিষেবা। রবিবার সকাল ৩৫ জন যাত্রী নিয়ে চেনা ছন্দে এনজিপি থেকে দার্জিলিং-এর উদ্দেশ্যে রওনা দিল টয়ট্রেন।
কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার-সহ একাধিক আধিকারিক সবুজ পাতাকা নেড়ে চার মাস পরে টয় ট্রেনের যাত্রা শুরু করিয়ে দেন। শীতের মরশুমে পাহাড়ে পর্যটকদের ভিড় থাকে। দার্জিলিং-সহ পাহাড়ের পর্যটকদের অন্যতম আকর্ষণ হল টয় ট্রেন। আর সেই কারণে শীতের মরশুমের শুরুতেই টয় ট্রেন পরিষেবা চালু হওয়া খুশির হাওয় পাহাড়ের পর্যটকদের মধ্যে।
কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, 'প্রকৃতির কাছে হার মানতে হয় সকলেই। তাই ইচ্ছে থাকলেও আগে টয় ট্রেন পরিষেবা চালু করতে পারিনি আমরা। শীতের মরশুমে পরিষেবা চালু করে দিতে পেরে আমরা খুশি।' তিনি আরও বলেন, ভূমি ধসের কারণে পাহাড়ের বহু এলাকায় ট্রেন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার ক্ষতির পরিমাণ অন্যবারের তুলনায় বেশি ছিল। সেগুলি মেরামত করে একাধিকবার পরীক্ষামূলক ভাবে টয় ট্রেন চালান হয়েছে। সবদিকের ছাড়পত্র পাওয়ার পরই রবিবার পাকাপাকি ভাবে টয় ট্রেন পরিষেবা চালু করা হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।