সম্প্রতি দেশের নানা প্রান্তে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটে চলেছে। এবার হাওড়া জেলার গ্রামাঞ্চল নলপুর স্টেশনের কাছেও দুর্ঘটনা ঘটল।
শনিবার ভোরবেলা দক্ষিণ-পূর্ব রেলের নলপুর স্টেশনে দুর্ঘটনা ঘটে গেল। ২২৮৫০ সেকেন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের তিনটি কামরা লাইনচ্যুত হল। এর মধ্যে একটি কামরা বি ১ ছিল বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ। এই দুর্ঘটনায় অবশ্য কারও আহত হওয়ার খবর নেই। তবে দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পরেই সাহায্য করার জন্য সাঁতরাগাছি ও খড়্গপুর থেকে ট্রেন পাঠানো হয়েছে। যাত্রীদের চিকিৎসার প্রয়োজনে সবরকম সরঞ্জামও পাঠানো হয়েছে। যাত্রীদের নলপুর থেকে সাঁতরাগাছি বা শালিমারে নিয়ে আসার জন্য বাসও পাঠানো হয়েছে।
ভোরে হঠাৎ দুর্ঘটনা
নলপুর থেকে সাঁতরাগাছি স্টেশন খুব দূরে নয়। ফলে ভোরবেলা যাত্রীরা মালপত্র নিয়ে নামার জন্য তৈরি হচ্ছিলেন। সেই সময়ই ঘটে গেল দুর্ঘটনা। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘ভোর ৫টা বেজে ৩১ মিনিটে সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন মিডল লাইন থেকে ডাউন লাইনে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। একটি পার্সেল ভ্যান এবং দু’টি যাত্রীবাহী কামরা লাইনচ্যুত হয়। কারও গুরুতর আহত হয়া বা মৃত্যুর খবর নেই। যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য ১০টি বাস পাঠানো হয়েছে।' কিন্তু ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। রেলের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি।
দুর্ঘটনার পর রেলের হেল্পলাইন
নলপুরে ট্রেন দুর্ঘটনার পর রেলের পক্ষ থেকে একাধিক হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। শালিমার স্টেশনের হেল্পলাইন নাম্বার হল- ৬২৯৫৫৩১৪৭১, ৪৫৮৩৪। সাঁতরাগাছি স্টেশনের হেল্পলাইন নাম্বার- ৯৮৩১২৪৩৬৫৫, ৮৯১০২৬১৬২১। খড়্গপুর স্টেশনের হেল্পলাইন নাম্বার-৬৩৭৬৪, ০৩২২২৯৩৭৬৪। হাওড়া স্টেশনের হেল্পলাইন নাম্বার-৭৫৯৫০৭৪৭১৪।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
আরেকটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! মালগাড়ির সঙ্গে বাগমতি এক্সপ্রেসের সজোড়ে ধাক্কা, আহত একাধিক