
TMC News: ছাব্বিশের নির্বাচনের আগেই তৃণমূলের (Tmc news) জেলা সভাপতি পদে ফের বড়সড় রদবদল। কারণ, আর জেলা সভাপতি হিসেবে দায়িত্বে থাকছেন না বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তিহার থেকে মুক্তির পর থেকেই দলে একটু কোণঠাসা হয়ে পড়েছিলেন অনুব্রত। প্রকাশ্যে এসেছিল বীরভূমে কাজল শেখ বনাম অনুব্ত দ্বন্ধ। এবার সেসবের ইতি ঘটিয়ে বীরভূমে জেলা সভাপতির পদই রাখল না তৃণমূল।
সূত্রের খবর, বীরভূমে তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। এই জেলায় এবার জেলা সভাপতি পদই আর রাখল না শাসকদল। শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপার্সনদের যে তালিকা প্রকাশ করেছে তৃণমূল, তাতেই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, জেলায় দলের সংগঠন দেখভাল করবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটিই। নয় সদস্যের ওই কমিটিতে অবশ্য অনুব্রত রয়েছেন। তবে জেলায় দলের চেয়ারপার্সন পদটি অক্ষুণ্ণই রয়েছে। ওই পদে রয়েছেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়।
বীরভূমের মডেলে সংগঠন সাজানো হয়েছে কলকাতা উত্তরে। এখানেও জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। দায়িত্ব দেওয়া হয়েছে ন'জনের কোর কমিটিকে। কাঁথি সাংগঠনিক জেলায় পীযূষ পণ্ডা ছিলেন জেলা সভাপতি। তা অপরিবর্তিত রাখা হল। কিন্তু তমলুক সাংগঠনিক জেলার সভাপতি বদল করে দেওয়া হল। অসিত চট্টোপাধ্যায়ের পরিবর্তে সেখানে জেলা সভাপতি করা হয়েছে সুজিত কুমার রায়কে।
জেলা সভাপতি বদল করা হয়েছে হাওড়াতেও। হাওড়া গ্রামীণে জেলা সভাপতি ছিলেন অরুণাভ সেন। তাঁকে সরানো হয়নি। তবে হাওড়া শহর সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হয়েছে। কল্যাণ ঘোষের পরিবর্তে গৌতম চৌধুরীকে হাওড়া শহর সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে। তবে হাওড়া সদরে চেয়ারম্যান পদে থাকছেন মন্ত্রী অরূপ রায়।
এদিকে তৃণমূলের এই সাংগঠনিক রদবদল নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জেলা সভাপতির পদে নেই অনুব্রত মণ্ডল। এই প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ বলেন, ''কে সভাপতি। উনি নন সেটা তো জানি। মমতা মাঝে মাঝে বলেন এখন উনি নিজেই দেখবেন। উনি আর কি কি দেখবেন? উনি দেখলে কি হয় সেটা তো আমরা তো দেখতে পাচ্ছি।''
যদিও দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, এই বিষয়ে বীরভূমের সভাধিপতি কাজল শেখ বলেন, ''কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি। এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল, এটাই হয়েছে। আমি নতমস্তকে প্রণাম জানাই তাঁদের। একুশের নির্বাচন, ২৩-এর নির্বাচন, ২৪-এর নির্বাচন খুব ভালভাবে পার করেছে কোর কমিটি। বিগত দিনের থেকে ভালো রেজাল্ট করেছে। ভবিষ্যতেও ভালো ফল করবে।''
প্রসঙ্গত, শাসক দল সূত্রে জানা গিয়েছে, আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে সব জেলাতেই দলীয় সংগঠন মজবুত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, গত দেড় দশকে বীরভূমে সব নির্বাচনেই তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য দেখা গিয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে দলের রাশ ধরার জন্য ব্যবস্থা নিল শাসক দল। কারণ, অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকা অবস্থাতেই নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। এই কারণেই দলে কোণঠাসা হয়ে পড়েছেন কেষ্ট। তবে এখন দেখার ছাব্বিশের ভোট বাক্সে কতটা ভালো ফল করে তৃণমূল কংগ্রেস। উত্তর অবশ্য সময় দেবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।