তাক লাগালেন দেব! তৃতীয়বার সাংসদ হয়েই দুর্দান্ত প্রতিশ্রুতি পূরণ, দারুণ খুশি মানুষ

লোকসভা ভোটে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময়ই দেব বলেছিলেন, তিনি যদি এবারের নির্বাচনে জয়ী হন, তাহলে যতগুলি ভোটে জিতবেন তাহলে ততগুলো গাছ লাগাবেন। এদিন তিনি জানালেন, সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Parna Sengupta | Published : Aug 1, 2024 7:59 AM IST

ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ফের একবার জয়ী হয়ে সাংসদ হয়েছেন অভিনেতা দেব (Trinamool Congress) । এরপরেই প্রতিশ্রুতি পূরণের কাজে নেমে পড়লেন তৃণমূল নেতা। ভোটের আগে ঘাটালবাসীকে (Ghatal) একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তার মধ্যে অন্যতম ছিল যেটা একটা প্রতিশ্রুতি, যা সফল করার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। সফলও হয়েছেন বেশ কিছুটা। তাঁর এই উদ্যোগে দারুণ খুশি মানুষ।

লোকসভা ভোটে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময়ই দেব বলেছিলেন, তিনি যদি এবারের নির্বাচনে জয়ী হন, তাহলে যতগুলি ভোটে জিতবেন তাহলে ততগুলো গাছ লাগাবেন। এদিন তিনি জানালেন, সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সমাজমাধ্যমের পাতায় সেই ছবি শেয়ার করেছেন এই সাংসদ-অভিনেতা।

Latest Videos

আগেই জানা গিয়েছিল, ১০টি নার্সারিতে ২ লক্ষ চারা গাছের অর্ডার করা হয়েছে। এর মধ্যে আম, জাম, শিশু, কাঁঠাল, শাল, সেগুনের মতো গাছের নাম রয়েছে বলে খবর। উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে ঘাটাল থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের দেব (Dev)। তিনি ৮ লক্ষ ৮১ হাজার ১৯৫টি ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের থেকে ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮টি বেশি ভোট পেয়েছিলেন দেব।

ঘাটাল জুড়ে গাছ লাগানোর এই কর্মসূচি প্রসঙ্গে রামপদ মান্না বলেন, ‘দেব আগেই যেমন জানিয়েছিলেন সেই অনুসারে ঘাটালের ৭টি বিধানসভা কেন্দ্রে ২ লাখ গাছ লাগানো হবে। রবিবার থেকে এই গাছ লাগানোর কাজ শুরু হবে। সবং, ডেবরা, পিংলা সহ ৭টি বিধানসভা কেন্দ্রে এদিন গাছ লাগানো হবে’।

ঘাটালের তৃণমূল সাংসদ এদিন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন মিলে গাছ লাগাচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন ‘তেরি মিট্টি’ গানটি। দেব ক্যাপশনে লেখেন, ‘গত ২ মাসে আমরা ৪৫ হাজারের বেশি গাছ লাগিয়েছি’। অভিনেতার এই পদক্ষেপ দেখে খুশি হয়েছেন তাঁর অগুনতি ভক্ত-অনুরাগীরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
ভয়ঙ্কর অবস্থা! নদী বাঁধে বিশাল ধস, মাথায় হাত! গোসাবায় চরম আতঙ্ক ঘরে ঘরে | Gosaba News Today
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |