ভুয়ো ভোটার তাড়াতে সক্রিয় তৃণমূল কংগ্রেস, নালিশ ঠুঁকতে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে দলের ১০ নেতা

Published : Mar 09, 2025, 02:46 PM IST

নেতাজি ইন্দোরের তৃণমূল কংগ্রেসেক দলীয় সমাবেশে ভুয়ো ভোটর ইস্যুতে সরব হয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগেও দলও যাতে ভুয়ো ভোটার ইস্যুতে সরব থাকে তারও পরামর্শ দিয়েছিলেন।

PREV
110
ভুয়ো ভোটার ইস্যু

নেতাজি ইন্দোরের তৃণমূল কংগ্রেসেক দলীয় সমাবেশে ভুয়ো ভোটর ইস্যুতে সরব হয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগেও দলও যাতে ভুয়ো ভোটার ইস্যুতে সরব থাকে তারও পরামর্শ দিয়েছিলেন।

210
ভুয়ো ভোটার নিয়ে সরব তৃণমূল

ভুয়ো ভোটার নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। প্রত্যেক দিনই কোনও না কোনও নেতা ভুয়ো ভোটার আছে কিনাত তা দেখার জন্য ভোটার তালিকা নিয়ে বেরিয়ে পড়ছেন।

310
এরার টার্গেট নির্বাচন কমিশন

তৃণমূল সূত্রের খবর ভুয়ো ভোটার তালিকা খতিয়ে দেখার দাবি নিয়ে এবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সরাসরি যাবে নির্বাচন কমিশনে।

410
মঙ্গলে কমিশনে

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর ভুয়ো ভোটার তালিকা খতিয়ে দেখতে আগামী মঙ্গলবার বিকেল ৫টায় নির্বাচন কমিশনের দফতরে যাবে তৃণমূলের প্রতিনিধিরা।

510
১০ প্রতিনিধি

নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের ১০ প্রতিনিধি যাবে বলেও সূত্রের খবর।

610
প্রতিনিধিদের তালিকা

সাগরিকা ঘোষ, কীর্তি আজ়াদ, সাজদা আহমেদ, অসিতকুমার মাল, আবু তাহের খান, প্রকাশ চিক বরাইক এবং সাকেত গোখলে। সূত্রের খবর যেতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, ডেরেক ও'ব্রায়ন, কাকলি ঘোষ দোস্তিদার।

710
ডেরেকের বক্তব্য

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক জানিয়েছেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রিতিনিধি দল।

810
সায় দিয়েছে কমিশন

কমিশন তৃণমূলের ১০ প্রতিনিধির সঙ্গে দেখ করতে রাজি রয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় সময় দিয়েছে কমিশন।

910
প্রথম কমিশনের দ্বারস্থ তৃণমূল

ভোটার কার্ড নিয়ে আগেও একাধিক অভিযোগ উঠেছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথম দল যারা বিষয়টি নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে।

1010
নতুন কার্ড

আগামী দিনে দেশ জুড়ে নতুন ভোটারদের জন্য জাতীয় ইউনিক নম্বর চালু হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। 

Read more Photos on
click me!

Recommended Stories