আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় ক্লাস থেকে বের করে দেওয়া হল দুই ছাত্রীকে! নিন্দার ঝড় বাঁকুড়ায়

Published : Sep 22, 2024, 07:51 AM IST
Doctor Protest

সংক্ষিপ্ত

আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় ক্লাস থেকে বের করে দেওয়া হল দুই ছাত্রীকে! নিন্দার ঝড় বাঁকুড়ায়

আরজিকর-কাণ্ডের প্রতিবাদ করায় দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দিলেন অধ্যাপক! শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সারদামনি মহিলা বিদ্যাপিঠে। এই তৃণমূলী অধ্যাপকের নাম শ্যামল সাঁতরা। ওই কলেজের ভূগোলের বিভাগীয় প্রধান হলেন তিনি।

তবে প্রতিবাদের নামে নাকি অরাজকতা চলছিল এমনই অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষক। আরজিকরের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল গোটা দেশ। এই আন্দোলনে রেশ পৌঁছেছে বিভিন্ন স্কুলেও। আন্দোলনে নেমেছেন বহু স্কুলের ছাত্রছাত্রী।

এবার সেই আন্দোলন করতে গিয়েই ক্লাস থেকে বের করে দেওয়া হল দুই ছাত্রীকে। এ প্রসঙ্গে ওই আন্দোলনরত ছাত্রীদের মধ্যে একজন বলেন, " আমরা কলেজের গেটের বাইরে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলন ও রাস্তায় গ্রাফিতি করি । তার জন্য গতকাল শ্যামল সাঁতরা স্যার আমাদের ক্লাস থেকে বের করে দেন । আমরা এমনকী ওঁকে প্রশ্নও করি যে, আরজি-কাণ্ডের প্রতিবাদ করা ন্যায় না অন্যায় । উনি কিছু উত্তর না দিয়ে আমাদের ক্লাস থেকে বের করে দেন । অধ্যক্ষ মহাশয়ের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলাম । তিনি বললেন, এটা নির্দিষ্ট বিভাগের বিষয় । নিজেরাই মিটিয়ে নাও ।"

এর আগেও শ্যামল সাঁতরার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে অভিযুক্ত অধ্যাপক জানিয়েছেন, "ক্লাসে একমাস ধরে অরাজকতা চলছিল । ওই ছাত্রীরা কলেজে এসে টাকা তুলে বিভিন্ন ধরনের আন্দোলন করছিল । তাই বিভাগীয় প্রধান হিসেবে অন্যান্য ছাত্র-ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে তাঁদের ক্লাসে আসতে বারণ করা হয়েছে । সুস্থ ক্লাসরুমকে অস্থির করার চেষ্টা করা হয়েছে ।"

 

PREV
click me!

Recommended Stories

বাগদেবীর আরাধনায় শুভেন্দু, অঞ্জলি দিয়ে কী চাইলেন ঠাকুরের কাছে? | Suvendu | Saraswati Puja Kolkata
'আপনার ভাইপো বৌকেও ঘুগনি বানিয়ে বিক্রি করতে বলুন', মমতাকে ধুয়ে যা বললেন সুকান্ত | Sukanta on Mamata