বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর হুমকি, গ্রেফতার বাগডোগরা ট্র্যাফিক গার্ডের এএসআই

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় কলকাতা পুলিশের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। এবার উত্তরবঙ্গেও যৌন-অপরাধের ঘটনায় মুখ পুড়ল রাজ্য পুলিশের।

অপরাধের পর পালিয়ে বেড়াচ্ছিলেন পুলিশকর্মী। মাস দুয়েক আইনের নাগাল এড়িয়ে থাকতে পেরেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। ধরা পড়ে গেলেন বাগডোগরা ট্র্যাফিক গার্ডের এএসআই। তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে সহবাসের অভিযোগ উঠেছে। এই পুলিশকর্মীর বিরুদ্ধে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এরপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত পুলিশকর্মী। শেষপর্যন্ত শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। মাল্লাগুড়ি অঞ্চল থেকে ধরা পড়েছেন এই পুলিশকর্মী। তাঁকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বিড়ম্বনার মুখে পুলিশ। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন ওই মহিলা। তিনি এই ঘটনার বিচার পাবেন বলে আশা করছেন।

পুলিশকর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Latest Videos

ওই মহিলার অভিযোগ, অভিযুক্ত পুলিশকর্মীর সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্ক ছিল। তাঁদের বিয়ের কথাও হয়েছিল। ফলে তাঁরা সহবাস করতেন। কিন্তু সহবাস চললেও, বিয়ের কথা আর বলছিলেন না এই পুলিশকর্মী। ওই মহিলা যখন বিয়ের কথা বলেন, তখনই রেগে যান অভিযুক্ত পুলিশকর্মী। তিনি দেখা করা বন্ধ করে দেন। এমনকী, ফোন করে হুমকিও দিচ্ছিলেন। এরপরেই মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এরপর থেকে পালিয়ে বেড়ালেও, শেষপর্যন্ত গ্রেফতার হলেন অভিযুক্ত পুলিশকর্মী।

অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ

এই ঘটনা প্রসঙ্গে ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেছেন, ‘এই পুলিশকর্মীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু অভিযোগ দায়ের হওয়ার পরেই ওই পুলিশকর্মী পলাতক ছিল। গতকাল (শুক্রবার) তাকে আমরা গ্রেফতার করেছি। তদন্তের স্বার্থে যদি ওকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়, তা হলে রিমান্ডে নেওয়া হবে। ধর্ষণের যে সমস্ত ধারা রয়েছে, সেগুলি দেওয়া হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সহবাস, তারপর 'চোর' অপবাদে প্রেমিকাকে বেধড়ক পিটিয়ে চুল কেটে দিলেন মল্লিকপুরের যুবক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস, লাগাতার ধর্ষণের পর গর্ভপাত, কাঠগড়ায় তৃণমূল নেতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীর সঙ্গে রাতের পর রাত সহবাস, ধৃত ইঞ্জিনিয়ার

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia