অভিষেকের মেয়েকে 'কু-মন্তব্য' করে গ্রেফতার হওয়া দুই মহিলার পাল্টা চাল, কীভাবে সামলাবে পুলিশ

Published : Sep 26, 2024, 05:25 PM IST
abhishek banerjee

সংক্ষিপ্ত

দুই মহিলা এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছে। দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের 

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে উদ্দেশ্যে করে কুমন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল দুই মহিলাকে। বিজেপির মিছিল থেকেই অভিষেক - কন্যা সম্পর্কে অশালীন মন্তব্য করেছিলেন তাঁরা। তারপরই তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশ। কিন্তু এবার সেই দুই মহিলা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। তাতে কিছুটা হলেও সমস্যা পড়তে হতে পারে কলকাতা পুলিশকে।

সূত্রের খবর ওই দুই মহিলা এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছে। দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের। কাল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। তেমনই খবর পাওয়া যাচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে।

সংশ্লিষ্ট দুই মহিলাকে গ্রেফতার করা নিয়ে পুলিশের দাবি, আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল হয়েছিল। সেখানেই সংবাদমাধ্যমের সামনে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মেয়েকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর অভিষেকের মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য দুই মহিলার বিরুদ্ধে ফলতা থানায় এক মহিলা অভিযোগ করেন। তারপরই রুমা দাস ও রেবেকা মোল্লা নামে দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। গত ৭ সেপ্টেম্বর ওই দুই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে নিমতা থানার পুলিশ। পকসো (POCSO) মামলায় তাঁদের গ্রেফতার করা হয়। এবার এই দুই মহিলাই পাল্টা পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁদের গ্রেফতার করা হয়েছিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ