Published : Aug 11, 2025, 09:04 AM ISTUpdated : Aug 11, 2025, 09:21 AM IST
সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা মামলার শুনানি। চলতি সপ্তাহের মঙ্গলবারই ডিএ মামলার শুনানি হওয়ার কথা। সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মীরা।
সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা মামলার শুনানি। চলতি সপ্তাহের মঙ্গলবারই ডিএ মামলার শুনানি হওয়ার কথা। সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মীরা। তবে শুধু এই রাজ্যের সরকারি কর্মীই নয়, দেশের একাধিক রাজ্যের সরকারি কর্মীরাও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু তারই মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম।
26
শামিমের বক্তব্য
কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম বলেছেন, ২০০৯ সালের নিয়ম অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বেতনের মধ্যে বেসিক পে, গ্রেড পে, মেডিক্যাল অ্যালোওয়েন্স, হাউস রেন্ট অ্যালোওয়েন্স ও মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএর মত বিষয়ের উল্লেখ রয়েছে। পাশাপাশি চিকিৎসকদের ক্ষেত্রে বাড়তি একটি ভাতাও ছিল। তিনি বলেন, রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের যে সুপারিশ গ্রহণ করেছিল তা মেনেই মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি করা হয়েছে। আইন তৈরি করে সেটাই কার্যকর করার দাবি জানান হয়েছে।
36
প্রতি মাসে ডিএ
তিনি বলেছেন, প্রতি মাসেই সর্বভারতীয় মূল্যসূচকের পরিসংখ্যান প্রকাশ করা হয়। তাই প্রতি মাসেই ডিএ নির্ধারণ করা যায়। প্রশাসনিকভাবে তাতে অনেক সমস্যা তৈরি হয়। সেইজন্যই কেন্দ্রীয় সরকার বছরে দুইবার ডিএ দেওয়ার রীতি চালু করেছে। সেই ব্যবস্থাই রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিৎ।
পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযানী বছরে দুইবার ডিএ দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের। রাজ্য সরকার সেই সুপারিশ গ্রহণ করেছিল। কিন্তু তা কার্যকর করা হয়নি।
56
রোপা ২০০৯
রোপা ২০০৯তে ডিএ প্রদানের তারিখ ও ভাতা হারের কথাও উল্লেখ করা হয়েছে। বছরে দুইবার ডিএ দেওয়ার কথাও সেখানে স্পষ্ট করে বলা হয়েছে। তা মালনেই রাজ্যকে প্রতিবাসেই ডিএ দিতে হবে।
66
প্রতিমাসের পরিবর্তে ২বার ডিএ
তিনি বলেছেন, রোপা ২০০৯ বিশ্লেষণ করলে দেখা যাবে বছরে দুইবার না পারলে রাজ্যকে প্রতি মাসেই ডিএ দিতে হবে। তাহলে সরকারি কর্মীরা ডিএ এরিয়ার হিসেবে অনেকটাই বেশি টাকা পাবেন। সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিএ দেওয়ার দাবিও জানিয়েছেন আইনজীবী।