কী ধরনের মানুষ এরা! এতটুকু মায়া নেই শরীরে? ভিডিয়ো তোলা হচ্ছে জেনেও কী করল দেখুন

Published : Mar 10, 2025, 01:52 PM IST
Throwing bricks

সংক্ষিপ্ত

তরুণী আরও জানান যে, অভিযুক্ত এর আগেও রাস্তার কুকুরদের উপর বর্বরতা চালিয়েছে । এমনকি একটি ছোট্ট কুকুরছানাকে ইট মেরে পঙ্গু করে দিয়েছিল। যখন স্থানীয় প্রতিবেশীরা হস্তক্ষেপ করেন, তখন অভিযুক্ত তাদেরও হুমকি দিতে শুরু করে। 

হুগলি জেলার রিষড়ার শ্রী অ্যাপার্টমেন্ট থেকে এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে, যেখানে এক ব্যক্তিকে রাস্তার কুকুরের উপর নিষ্ঠুরতা করতে দেখা গেছে। এমনই একটি ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায় (যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করে নি এশিয়ানেট নিউজ বাংলা)। যেখানে দেখা যাচ্ছে যে, এক ব্যক্তি ইট হাতে নিয়ে কুকুরটিকে আঘাত করতে যাচ্ছে কিন্তু এক পশুপ্রেমী তরুণী তাকে থামানোর চেষ্টা করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, যখন তরুণী ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করেন, তখন তিনি স্পষ্ট বলেন যে তিনি কুকুরটিকে মেরে ফেলবেন। তরুণী আরও জানান যে, অভিযুক্ত এর আগেও রাস্তার কুকুরদের উপর বর্বরতা চালিয়েছে । এমনকি একটি ছোট্ট কুকুরছানাকে ইট মেরে পঙ্গু করে দিয়েছিল। যখন স্থানীয় প্রতিবেশীরা হস্তক্ষেপ করেন, তখন অভিযুক্ত তাদেরও হুমকি দিতে শুরু করে। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা প্রশাসনের কাছে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভারতীয় আইন অনুসারে, পশুদের উপর অত্যাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর, সামাজিক মাধ্যমেও মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। তারা পশু কল্যাণ সংস্থাগুলোর কাছে হস্তক্ষেপের আবেদন জানাচ্ছেন।

পশুপ্রেমী তরুণীর অভিযোগ, রাস্তার কুকুরদের তিনি খেতে দেন। কারণ তিনি প্রাণীদের ভালোবাসেন। আর এনিয়েও প্রতিবেশীদের অনেকেই অসন্তুষ্ট হন। তবু তিনি কুকুরদের খেতে দেন এবং সেই জায়গা যতটা সম্ভব পরিষ্কার রাখেন। তরুণী আরও অভিযোগ জানিয়ে বলেন, এক ব্যক্তি কুকুরকে ইট ছুড়ে আহত করে দিয়েছে। প্রতিবাদ করতেই তাকে হুমকিও দেওয়া হয়েছে। তিনি বিষয়টি ভিডিও করে ছেড়ে দেন সোস্যাল মিডিয়ায়। আৎ এই ভিডিয়ো দেখে সরব হয়েছেন অনান্য পশুপ্রেমীরাও। তারও অভিযুক্তের শাস্তির দাবি তুলেছেন। এই ঘটনার কথা জানার পর অনেকেই প্রতিবাদ জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তরুণীর। যদিও এই বিষয়ে অভিযুক্ত ওই ব্যক্তির তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলে নি। 

PREV
click me!

Recommended Stories

নন্দীগ্রামে SIR-এর কাজে কি সন্তুষ্ট কমিশন? খতিয়ে দেখলেন পর্যবেক্ষক নীলম মিনা
ফুটবল খেলতে মাঠে যাওয়ার পথে নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন, ২৫ বছরের কারাদণ্ড