অনুব্রত মণ্ডলকে কটাক্ষ রুদ্রনীলের, ভাইরাল হল তাঁর প্যারোডি, উঠল সমালোচনার ঝড়

Published : May 31, 2025, 10:36 AM IST
Rudranil Ghosh

সংক্ষিপ্ত

অনুব্রত মণ্ডলের বিতর্কিত অডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর রুদ্রনীল ঘোষের কটাক্ষপূর্ণ প্যারোডি ভাইরাল হয়েছে। এই প্যারোডিতে অনুব্রতর আচরণের সমালোচনা করা হয়েছে এবং তার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।

বোলপুর থানার আইসিকে ফোন অশালীন ভাষায় গালিগালাজ, হুমকি হুঁশিয়ার এমনকী ভাষা যা এতটাই কুৎসিত ও অশ্লীল ছিল যে প্রচারে অযোগ্য ছিল। মহিলাদের সম্পর্কে নোংরা কথাও শোনা যায়। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে অনুব্রত মণ্ডলের আচরণে উঠেছে সমালোচনার ঝড়।

প্রসঙ্গত, বোলপুর থানার আইসি-কে জঘন্য ভাষায় আক্রমণ, গালিগালাজ করলেন অনুব্রত মণ্ডল। আর কথোপকথনের সে অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া পোস্ট করে কড়া আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই ভাইরাল অডিও নিয়ে কটাক্ষ করেছেন রুদ্রনীল ঘোষ।

ফেসবুক একটি পোস্ট করে রুদ্রনীল ঘোষ গেয়েছেন। সরাসরি নাম না নিয়ে একটি বিশেষ নামে ডেকেছেন তিনি। প্যারোডিতে তিনি বলেছেন-

‘অনুমাধব, অনুমাধব পুলিশকে গাও গালি

অনুমাধব চোখে কাজল, তোমার চেয়ার খালি

অনুমাধব গুড় বাতাসা চড়াম চড়াম ঢাক

দিদির উপর রাগ হয়েছে তাই কি চিচিং ফাঁক?

অনুমাধব গোখরো ছিলে, এখন তুমি হেলে

এই সমাজ আর চায় না, আমার ঢোকো জেলে।’ 

এটি মুহূর্তে হয়েছে ভাইরাল। এই প্যারোডি নজর কেড়েছে সকলের। ফেসবুক একটি পোস্ট করে রুদ্রনীল ঘোষ গেয়েছেন। ভাইরাল অডিও নিয়ে কটাক্ষ করেছেন সকলে।

অন্যদিকে এই ঘটনার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক ধারায় FIR দায়ের করা হয়েছে। তার মধ্যে একটি জামিন অযোগ্য ধারাও রয়েছে। এরপর এদিন বিকেলেই বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে অনুব্রত মণ্ডলের নামে নোটিস দিয়ে আসেন বোলপুর থানার এক কনস্টেবল। শনিবার অনুব্রত মণ্ডলকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অনুব্রত মণ্ডল, আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ খাই তো রাতে অনেক ঘুমাই। আর আমি এখন ১০টার সময় ঘুমিয়ে যাই। ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। আমি নিজের রাগ সামলাতে পারিনি। স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমাপ্রার্থী। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?