সূত্রের খবর গণনাকেন্দ্রে বেশ ফুরফুলে মেজাজে ছিলেন সুজাতা মণ্ডল। তিনি সেখানেই কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
ভোট গণনা কেন্দ্র প্রাক্তন স্বামীকে নিয়ে ক্ষুব্ধ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। এই কেন্দ্রে তাঁর লড়াই প্রাক্তন স্বামী তথা সৌমিত্র খাঁয়ের সঙ্গে। এই কেন্দ্রের বিদায়ী সাংসদও সৌমিত্র। যদিও এখনও পর্যন্ত এই কেন্দ্রে এগিয়ে রয়েছো সৌমিত্র। অনেকটাই পিছিয়ে রয়েছেন সুজাতা।
সূত্রের খবর গণনাকেন্দ্রে বেশ ফুরফুলে মেজাজে ছিলেন সুজাতা মণ্ডল। তিনি সেখানেই কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বলেন, ক্লান্ত হয়ে পড়েছেন। তাই দলের কর্মীদের কথায় রেস্ট নিচ্ছেন। তারপরই নিজের রেস্ট নেওয়া প্রসঙ্গে সুজাতা বলেন, 'সেটাই কি পারব না। সেটাও কি এক্সটি পোল ঠিক করে দেবে নাকি?'এরপরই আসে প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁয়ের প্রসঙ্গ। সেই সময় তিনি বলেন, 'এক ধরনের পারিবারিক যুদ্ধ...'তারপরই তিনি বলেন, 'ওই রকম একটা নোংরা আবর্জনা লোকের কোনও পরিবার হতে পারে না।' তারপরই উঠে যান সুজাতা।
যদিও সুজাতার কথার গুরুত্ব দিতে চাননি সৌমিত্র খান। তিনি বলেন, 'লড়াই চলছে। প্রতিযোগিতা হচ্ছে। আমি একটাও মনে করিনি। এখনও অনেক রাউন্ড গণনার বাকি রয়েছে। ভয়ের কোনও ব্যাপার নেই।' তিনি জেতার ব্যাপারে আশাবাদী। তিনি জানিয়েছেন বিষ্ণুপুরের মানুষের ওপর তাঁর পুরো আস্থা রয়েছে। তিনি আরও বলেছেন, স্বচ্ছ্ব লড়াই হচ্ছে।
বিষ্ণুপুরে ভোট যুদ্ধে প্রাক্তন স্বামী-স্ত্রী। বিজেপির সৌমিত্র খান ও তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডলের ভোটের লড়াই জমজমাট। ভোটের দিন মোটের ওপর শান্ত ছিল বিষ্ণুপুর। তবে সকাল থেকেই সুজাতা মণ্ডল নেমে পড়েছিলেন ভোটের রণভূমিতে। তুলনায় কিছুটা হলেও পিছিয়ে ছিলেন তাঁর প্রাক্তন স্বামী। অনেক বেলা পর্যন্তই তিনি নিজের হোটেল ঘরে ছিলেন।