
Voter Card Transfer: নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার তালিকার খসড়া ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে (voter card transfer online west bengal)। তারপরেই সাধারণ নাগরিকদের মধ্যে ভোটার কার্ড সংশোধন বা স্থানান্তর সংক্রান্ত প্রক্রিয়ার কাজ জোরকদমে শুরু হয়ে গেছে (voter card transfer online)।
অনেকেই কর্মসূত্র বা বিয়ের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় ঠিকানা বদলেছেন। কিন্তু ভোটার কার্ডে সেই পুরনো ঠিকানাই রয়ে গেছে। তবে বাড়িতে বসেই ঠিকানা বদলানো বা ভোটার কার্ড ট্রান্সফার সম্ভব।
ধরুন আপনি ছিলেন অন্য একটি বিধানসভার অন্তর্গত। এবার সেখান থেকে অন্য বিধানসভার অন্তর্গত কোনও ঠিকানায় বা একই বিধানসভার মধ্যে একটি এলাকা থেকে অন্য এলাকায় নাম তুলতে চাইছেন কিংবা ট্রান্সফার করতে চাইছেন, এই পুরো বিষয়টাই অনলাইনে করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সেক্ষেত্রে নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট voters.gov.in-এ জেতে হবে। এরপর পোর্টালে লগ ইন করে ফর্ম ৮ ফিলাপ করতে হবে। লগ ইন করার সময়, নিজের মোবাইল নম্বর দিতে হবে এবং ‘SELF' অপশনটি ক্লিক করতে হবে।
যদি আপনি পরিবারের অন্য কারও হয়ে আবেদন করেন, তাহলে ‘OTHER ELECTOR’ অপশনটি ক্লিক করে তাঁর এপিক নম্বরটি দিতে হবে। আপনি যদি অন্য ঠিকানায় পাকাপাকিভাবে চলে যান। তাহলে আপনার নাম, বাবার নাম এবং জন্ম তারিখে কোন ভুল না থাকলে, শুধু ঠিকানা বদলের জন্য ‘SHIFTING OF RESIDENCE' অপশনটি ক্লিক করুন।
আর যদি বর্তমান ঠিকানাতে থাকা অবস্থাতেই কোনও তথ্য বা বানান ভুল থাকে, তাহলে একমাত্র ‘CORRECTION OF ENTRIES' অপশনটি ক্লিক করবেন। বিয়ের পর কার্ড ট্রান্সফার হয়ে গেলেও, পদবি পরিবর্তন করার জন্য পুনরায় ফর্ম ৮ পূরণ করতে হতে পারে।
এছাড়া কিছু ডেটাও আপলোড করতে হতে পারে। সেইসঙ্গে, একটি ছবিও লাগবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।