বহুতলের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ২ বোনের পচাগলা দেহ, কী হয়েছিল ঘরের মধ্যে

Published : Dec 23, 2025, 08:01 PM IST
CRIME NEWS

সংক্ষিপ্ত

পুলিশ জানিয়েছে মৃতরা হলেন সবিতা দত্ত ও কনিকা দত্ত। বড়জনের বয়স ৬১ অন্যজনের বয়স ৫৭। দুই বোন একইসঙ্গে থাকতেন। হরিশ্চন্দ্র দত্ত রোডের একটি বহুতলের একতলা ফ্ল্যাটে থাকতেন দুই জন। এদিন তাদের দেহ উদ্ধার হয়। 

বন্ধ ঘর থেকে উদ্ধার হল দুই বোনের মৃত দেহ। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে দেহে কোনও আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। ময়নাতদন্তের পরই সব স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রের খবর। তবে জোড়া মৃত্যুর ঘটনায় রীতিমত আতঙ্ক রয়েছে উত্তর ২৪ পরগনার জেলার সোদপুরে। একটি বহুতল থেকে উদ্ধার হয়েছে দুই বোনের দেহ।

বন্ধ ঘর থেকে উদ্ধার দেহ

পুলিশ জানিয়েছে মৃতরা হলেন সবিতা দত্ত ও কনিকা দত্ত। বড়জনের বয়স ৬১ অন্যজনের বয়স ৫৭। দুই বোন একইসঙ্গে থাকতেন। হরিশ্চন্দ্র দত্ত রোডের একটি বহুতলের একতলা ফ্ল্যাটে থাকতেন দুই জন। এদিন তাদের দেহ উদ্ধার হয়।

স্থানীয়রা জানিয়েছেন, দুই বোন একই বাড়িতে থাকতেন। এলাকায় তেমন মেলামেশা ছিল না। তবে পরিবারের আর্থিক সমস্যা ছিল। এক প্রতিবেশির কথায় তাদের আর্থিক অনটন এতটাই ছিল যে নিত্যদিন ঠিকঠাক খাওয়া জুটত না। এলাকায় কারও সঙ্গে কথা বলত না। তবে গত কয়েক দিন ধরেই ঘরের বাইরে দেখা যায়নি। এদিন তাদের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বার হয়। স্থানীয়রাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা বন্ধ করে উদ্ধার করে মৃতদেহ।

প্রথমিক তদন্তের পর এখনও পুলিশের কাছে স্পষ্ট নয় দুই বোনের মৃত্যুর কারণ। খুন, আত্মহত্যা না অনাহারে মৃত্যু - তা স্পষ্ট নয়। তবে খড়দহের পুলিশ জানিয়েছে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সব স্পষ্ট হবে।

এর আগেও রাজ্যে একাধিকবার এজাতীয় ঘটনা ঘটেছে। তবে সবথেকে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল পার্কসিস্ট্রে। সেখানে দিদির কঙ্কালের সঙ্গে একত্রে বাস করছিলেন ভাই। পরে পুলিশ গিয়ে ভাইকে উদ্ধার করে। দিন কয়েক আগে বারুইপুরেও বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে নিহর দেহ। সাধারণত যারা একা থাকে বা প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ রাখে না তাদের সঙ্গেই এজাতীয় ঘটনা ঘটে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Hanskhali Case Verdict : তৃণমূল নেতার দাপট চলল না আদালতে, হাঁসখালি কাণ্ডে কড়া শাস্তির মুখে দোষীরা
India Bangladesh: ‘হিন্দুরা বাংলাদেশে গেলে দশা খারাপ হবে ইউনুসের!’ সরাসরি হুঁশিয়ারি শিবসেনার