মার্চ মাসেও ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন মৃত চিকিৎসক! খুনের আগে থেকেই কি 'টার্গেট' ছিলেন তরুণী? আরজিকরকাণ্ডে নয়া মোড়

মার্চ মাসেও ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন মৃত চিকিৎসক! খুনের আগে থেকেই কি 'টার্গেট' ছিলেন তরুণী? আরজিকরকাণ্ডে নয়া মোড়

মর্মান্তিক ঘটনা আরজিকর হাসপাতালে। সেমিনার হলে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে তোলপাড় দেশ। এর মাঝেই সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। এক ভয়ঙ্কর তথ্য দিলেন মৃতার বাবা।

তিনি জানান, গত মার্চেই বাইক দুর্ঘটনার মুখে পড়ে মৃতা তরুণী। সেই ঘটনাও এই মর্মান্তিক পরিণতির আভাস কি না তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

Latest Videos

শনিবার এ প্রসঙ্গে মৃতা চিকিৎসকের বাবা জানান, "মার্চ মাসে বাইক দুর্ঘটনা হয়েছিল। মেয়েকে একটি বাইক ধাক্কা দিয়েছিল। জানি না, সেই ঘটনার সঙ্গে এর কোনও যোগ আছে কি না।"

অন্যদিকে মৃতা চিকিৎসকের মা জানান " মেয়ে বলত আর জি করে আর ভালো লাগে না। তবে ও আমাদের টেনশন দিতে চাইত না। তাই বেশি কিছু বলত না। দিনলিপি লিখত মেয়ে। যেদিন তাঁর সঙ্গে এমন নৃশংস ঘটনা ঘটে, সেদিনও সব লিপিবদ্ধ করেছিল। সেই ডায়রি পুলিশ তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করেছে। "

সব মিলিয়ে নির্যাতিতা তরুণী আগে থেকেই চিকিৎসকদের টার্গেট ছিলেন বলেই অনুমান তাঁর পরিবারের। তাঁর গবেষণার কাজে বাধা দেওয়া হচ্ছিল। তাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ কেউ জড়িত ছিলেন বলেও গুঞ্জন ছিল। তবে কী মার্চের ওই দুর্ঘটনাও তরুণীকে হত্যা করার জন্য হয়েছিল? না কি, তা নিয়েই নতুন সন্দেহ দানা বেঁধেছে ।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি