"চিকিৎসকের হত্যা ও ধর্ষণের দিনে কোথায় ছিলেন?" প্রাক্তন অধ্যক্ষকে পরের পর কড়া প্রশ্ন ছুঁড়ে দিল সিবিআই, রইল সেই তালিকা

পরপর ২ দিন জিজ্ঞাসাবাদ করা হল সন্দীপ ঘোষকে! প্রাক্তন অধ্যক্ষকে ঠিক কী কী প্রশ্ন করেছিল সিবিআই? রইল তালিকা

Anulekha Kar | Published : Aug 18, 2024 2:43 AM IST / Updated: Aug 18 2024, 08:20 AM IST

শনিবার সিবিআই আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। এই নিয়ে ২ বার জিজ্ঞাসাবাদ করা হল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। মৃত চিকিৎসকের মৃত্যুর রহস্যের হদিশ পেতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।

গত সপ্তাহেই কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলে যে কেনও এর আগে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়নি ।

Latest Videos

এদিন প্রাক্তন অধক্ষকে একগুচ্ছ প্রশ্ন জিজ্ঞাসা করেন সিবিয়াই। পিটিআই সূত্রে জানা গিয়েছে এদিন সন্দীপ ঘোষকে সিবিআই প্রশ্ন করে-

১)প্রশিক্ষণার্থী ডাক্তারের ধর্ষণ ও হত্যার রাতে কোথায় ছিলেন তিনি?

২) ঘটনাটি জানার পর তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী ছিল?

তবে পিটিআই জানিয়েছে। সিবিআই গোয়েন্দারা সেই রাতে হাসপাতালে দায়িত্বে থাকা ডাক্তার, ইন্টার্ন এবং নার্সদের সাথে তাঁর বক্তব্যের মিল খুঁজে পেয়েছেন।

৩) তিনি কাকে পরিবারের সদস্যদের জানাতে বলেছিলেন এবং কীভাবে এবং কে পুলিশকে যোগাযোগ করেছিলেন?

৪) এ ছাড়াও সন্দীপ ঘোষকে সেই সপ্তাহের চেস্ট মেডিসিন বিভাগের রোস্টার সম্পর্কে জিজ্ঞাসা করে সিবিআই ।

সেই রোস্টার দেখে জানা যায় যে মৃত তরুণীকে একটানা ৪৮ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হয়েছিল। সিবিআই ইতিমধ্যে ৪০ জনের একটি তালিকা থেকে ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে, যার মধ্যে চিকিৎসক এবং পুলিশ কর্মকর্তারা রয়েছেন। সিবিআই জিজ্ঞাসাবাদে অংশ নিতে দিল্লি থেকে দুইজন মনোবিজ্ঞানীকেও ডাকা হয়েছে।

                             আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'লক্ষ্মীর ভাণ্ডার! দিদি চোর...' হাতে বাঁশ নিয়ে TMC নেতাদের অপেক্ষায় গ্রামবাসীরা! | Panskura Flood |
Suvendu Adhikari Live : কি ফাঁস হতে চলেছে! সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী, সরাসরি
ভয়ঙ্কর অবস্থা! নদী বাঁধে বিশাল ধস, মাথায় হাত! গোসাবায় চরম আতঙ্ক ঘরে ঘরে | Gosaba News Today
পুলিসের সামনেই চলে অরাজকতা! যা হল দেখুন | Nadia News Today
দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |