"চিকিৎসকের হত্যা ও ধর্ষণের দিনে কোথায় ছিলেন?" প্রাক্তন অধ্যক্ষকে পরের পর কড়া প্রশ্ন ছুঁড়ে দিল সিবিআই, রইল সেই তালিকা

Published : Aug 18, 2024, 08:13 AM ISTUpdated : Aug 18, 2024, 08:20 AM IST
 Sandip ghosh

সংক্ষিপ্ত

পরপর ২ দিন জিজ্ঞাসাবাদ করা হল সন্দীপ ঘোষকে! প্রাক্তন অধ্যক্ষকে ঠিক কী কী প্রশ্ন করেছিল সিবিআই? রইল তালিকা

শনিবার সিবিআই আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। এই নিয়ে ২ বার জিজ্ঞাসাবাদ করা হল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। মৃত চিকিৎসকের মৃত্যুর রহস্যের হদিশ পেতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।

গত সপ্তাহেই কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলে যে কেনও এর আগে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়নি ।

এদিন প্রাক্তন অধক্ষকে একগুচ্ছ প্রশ্ন জিজ্ঞাসা করেন সিবিয়াই। পিটিআই সূত্রে জানা গিয়েছে এদিন সন্দীপ ঘোষকে সিবিআই প্রশ্ন করে-

১)প্রশিক্ষণার্থী ডাক্তারের ধর্ষণ ও হত্যার রাতে কোথায় ছিলেন তিনি?

২) ঘটনাটি জানার পর তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী ছিল?

তবে পিটিআই জানিয়েছে। সিবিআই গোয়েন্দারা সেই রাতে হাসপাতালে দায়িত্বে থাকা ডাক্তার, ইন্টার্ন এবং নার্সদের সাথে তাঁর বক্তব্যের মিল খুঁজে পেয়েছেন।

৩) তিনি কাকে পরিবারের সদস্যদের জানাতে বলেছিলেন এবং কীভাবে এবং কে পুলিশকে যোগাযোগ করেছিলেন?

৪) এ ছাড়াও সন্দীপ ঘোষকে সেই সপ্তাহের চেস্ট মেডিসিন বিভাগের রোস্টার সম্পর্কে জিজ্ঞাসা করে সিবিআই ।

সেই রোস্টার দেখে জানা যায় যে মৃত তরুণীকে একটানা ৪৮ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হয়েছিল। সিবিআই ইতিমধ্যে ৪০ জনের একটি তালিকা থেকে ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে, যার মধ্যে চিকিৎসক এবং পুলিশ কর্মকর্তারা রয়েছেন। সিবিআই জিজ্ঞাসাবাদে অংশ নিতে দিল্লি থেকে দুইজন মনোবিজ্ঞানীকেও ডাকা হয়েছে।

                             আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: তৃণমূলের 'অকর্মণ্য' বিধায়কদের বিরুদ্ধে 'চার্জশিট' পেশ শুভেন্দুর
Suvendu Adhikari: বিজেপি শাসিত রাজ্যে মহিলারা কত টাকা ভাতা পাচ্ছেন? চমকপ্রদ তথ্য দিলেন শুভেন্দু