Rath Yatra 2025: দীঘায় গেলেই টানতে পারবেন রথের রশি, পুুণ্যার্থীদের জন্য বড় সিদ্ধান্তের কথা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Published : Jun 13, 2025, 11:43 AM IST
Mamata Banerjee inaugurates Digha Jagannath Temple, East Medinipur

সংক্ষিপ্ত

Mamata Banerjee on Rath Yatra: আসন্ন রথযাত্রা উৎসব ঘিরে দীঘায় সাজসাজ রব। জগন্নাথদেবের উৎসবে বিপুল ভক্ত সমাগম হতে পারে। সেই আশঙ্কায় আগে থেকেই বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদে জানুন সম্পূর্ণ প্রতিবেদন পড়ে…

Mamata Banerjee on Rath Yatra: আগামী ২৭ জুন শুক্রবার রথযাত্রা (Rath Yatra 2025)। দীঘায় জগন্নাথ মন্দিরের রথ প্রথমবারের মত গড়াবে। দীঘার সমুদ্রতীরে প্রথমবার রথ। রথের আগে তার জন্য একেবারে সাজসাজরব সৈকত শহরজুড়ে। চলছে শেষ মুহুর্তের চূড়ান্ত প্রস্তুতি। রথযাত্রা দিন দড়ি টানতে গিয়ে কোনও বিপত্তি যাতে না হয় সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের।

দীঘায় রথযাত্রা অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজন এবং পরিচালনার জন্য বৃহস্পতিবার নবান্নে প্রস্তুতি বৈঠকে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের (West Bengal News) মুখ‍্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার-সহ ইসকনের কর্তারা। জগন্নাথ স্নানযাত্রা ঘিরে ভক্তদের মধ্যে প্রবল আধ্যাত্মিক উন্মাদনা দেখা গিয়েছে। স্নানযাত্রা উপলক্ষে দীঘার জগন্নাথ মন্দিরে নিজের বাড়ির গাছের আম-কাঁঠাল পাঠান মুখ্যমন্ত্রী। ওই ফল দিয়েই ভোগ নিবেদন করা হয়।

ইতিমধ্যেই দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার মহড়া হয়েছে। বিশাল পুলিশি প্রহরায় ৭ নম্বর গেট দিয়ে রথ বার করে প্রায় ৫০০ মিটার পথ অতিক্রম করা হয়। আসন্ন রথযাত্রার দিন যাতে কোনও রকম সমস্যা না হয় তাই পরখ করে দেখে নেওয়া হয়েছে । এছাড়াও দীঘায় ভক্তরা যাতে সুষ্ঠুভাবে রথের রশিতে টান দিতে পারে সেই কারণে অভিনব উদ্যোগ হল নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রার দিন জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে দড়ি থাকছে। নবান্ন সভাঘরে জগন্নাথ মন্দির কমিটির সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, রথ যাত্রার জন্য দীঘায় যান চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ২৬ জুন বিকেল চারটের পর থেকে মন্দির এর সামনে কোনও চার চাকার গাড়ি চলাচল করবে না।

সরকারি সূত্রে খবর, মুখ‌্যমন্ত্রী আগামী ২৬ জুন বিকেলের মধ্যে দীঘায় পৌঁছে যাবেন। পরদিন রথের সামনের রাস্তা সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রথের রশিতে টান দেবেন। এদিন বৈঠকে মুখ‌্যমন্ত্রী সবথেকে বেশি জোর দেন প্রশাসনিক ব‌্যবস্থায়। বৈঠকে উপস্থিত ছিলেন ইসকন, পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট-সহ মন্দির কমিটির প্রতিনিধিরা।

সূত্রের খবর, ২৬ জুন থেকেই দীঘায় যানবাহন নিয়ন্ত্রণের উপর প্রশাসনের কড়াকড়ি থাকবে। মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী। কারণ, দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন পর থেকেই আসন্ন রথযাত্রা উৎসব ঘিরে পর্যটক ও ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কেউ একটু ফুরসত পেলেই ঢুঁ মেরে যাচ্ছেন দীঘায়। তাই তো এখন থেকেই দীঘা শহরজুড়ে বিশেষ করে মন্দিরের আশে পাশের রাস্তায় থাকবে ব‌্যাপক পুলিশি ব‌্যবস্থা, নিরাপত্তার সমস্ত দিকে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে মুখ‌্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের। 

প্রশাসন সূত্রে খবর, প্রায় আড়াই লক্ষ মানুষের সমাগম হতে পারে এবারের রথযাত্রায়। এবং সেই ভিড় থাকবে উলটো রথ পর্যন্ত। যারফলে তারজন্য কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তাই দুর্ঘটনা এড়াতে আগাম সতর্ক প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে সবদিক সরেজমিনে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পড়ুয়া পিছু ৫ হাজার টাকা জরিমানা, বিরাট সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের, সতর্ক করা হল স্কুলগুলোকে
'আজ প্রমাণ হয়ে গেল মমতা কত বড় তোষণ বাজ ও হিন্দু বিরোধী', মন্তব্য শুভেন্দুর