Ahmedabad plane Crash: সমস্ত যাত্রীর জীবিত থাকার প্রার্থনা করি, বিমান দুর্ঘটনার খবর জানতেই লিখলেন মমতা

Published : Jun 12, 2025, 03:47 PM IST
plane Crash

সংক্ষিপ্ত

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। বিমানে ২৪২ জন যাত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, 'সমস্ত যাত্রীর জীবিত থাকার প্রার্থনা করি…'।

আজকের দিনটি ভারতের বিমানযাত্রার যেন সব থেকে খারাপ দিন। ওড়ার পরমুহূর্তে অন্তত ২৪২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান। এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং বিমান ভেঙে পড়ল। যাত্রীদের বেঁচে থাকা আশা নেই বললেই চলে। এবার এই ঘটনার দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহতম দুর্ঘটনার খবরে শোকাহত এবং স্তম্ভিত। এটা অত্যন্ত দুঃখের ঘটনা। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের পাশে আছি। তাঁদের সমবেদনা জানাই। যদিও সকলের জীবিত থাকার খবরের আশায় রয়েছি। বিমানের সকলের জীবিচ থাকার প্রার্থনা করছি।

তিনি আরও লেখেন, দুর্ঘটনার খবরে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে গিয়েছে। যদিও হতাহতের স্পষ্ট খবর নেই। এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই।

শোক প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বলেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই ট্র্যাজেডির কারণ জানতে সরকার কর্তৃক একটি পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত করা উচিত। আহতদের দ্রুত সুস্থতা ও শোকগ্রস্থদের এই বিশাল ক্ষতি মোকাবিলা করার শক্তি কামনা করছি।

 

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটের কিছু সময় পর দুর্ঘটনা ঘটে। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পর পরই ভেঙে পড়ল বিমান। জানা যাচ্ছে, লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের পর পরই ভেঙে পড়ে বিমানটি। আহমেদাবাদ- লন্ডনগামী AI 171 বিমানটি ভেঙে পড়েছে। বিমানে ২৩০ জন যাত্রী-সহ মোট ২৪২ জন ছিলেন বলে জানা গিয়েছে।

আহমেদাবাদ বিমানবন্দর থেকে ১৫ কিমি দূরে ভেঙে পড়ে বিমানটি। মেঘানীনগরের কাছে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘনার পরপরই ৭ টি দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশের এলাকা। এমনকী, এই বিমান ভেঙে পড়ায় সে এলাকায় কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয় হবে খবর। বর্তমানে যদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। জানা যাচ্ছে, এই বিমানে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুুাি ছিলেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

হুমায়ুন কবীর ৮০ লক্ষ টাকা খরচ করে বাবরি মসজিদের সূচনা করলেন, ব্যবস্থা 'শাহি' ভোজের
শুভেন্দু অধিকারীর মাকে কটুক্তি, তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির মহিলা মোর্চার