ফেব্রুয়ারিতেই খুশির জোয়ারে ভাসবে রাজ্য সরকারি কর্মীরা! মিলবে এতদিনের সবেতন ছুটি

Published : Feb 03, 2025, 01:50 PM ISTUpdated : Feb 03, 2025, 01:53 PM IST

ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের মিলবে দারুণ খুশির খবর। এই মাসে এতদিনের সবেতন ছুটি পাবেন কর্মীরা

PREV
110

জানুয়ারি যেতে না যেতেই, রাজ্য সরকারি কর্মীদের মিলল খুশির খবর।

210

ফেব্রুয়ারি রাজ্য সরকারি কর্মী ও পড়ুয়াদের মিলবে একাধিক ছুটি।

310

সরস্বতী পুজো থেকে শুরু করে এই মাসেই রয়েছে একাধিক ছুটির দিন।

410

২-৩ ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষ্যে বন্ধ থাকবে স্কুল।

510

পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী ও সবেবরাত একই দিনে থাকায় ১৪ ফেব্রুয়ারিতেও থাকবে ছুটি

610

এরপর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এদিনেও মিলবে ছুটি।

710

তবে ছুটি থাকলেও মাতৃভাষা দিবস পালন করার জন্য সেদিন স্কুলে যেতে হবে পড়ুয়াদের জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

810

২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষ্যেও ছুটি থাকবে সরকারি অফিস-স্কুল

910

এছাড়া চলতি মাসেই রয়েছে মাধ্যমিক ফলে ১০-২২ তারিখ পর্যন্ত থাকবে স্কুল

1010

সব মিলিয়ে এই বছর নতুন বছরে এই রাজ্যে ২৫ দিন ছুটি থাকছে। এ ছাড়াও থাকছে রাজ্য সরকারের ছুটি।

click me!

Recommended Stories