জানুয়ারি যেতে না যেতেই, রাজ্য সরকারি কর্মীদের মিলল খুশির খবর।
ফেব্রুয়ারি রাজ্য সরকারি কর্মী ও পড়ুয়াদের মিলবে একাধিক ছুটি।
সরস্বতী পুজো থেকে শুরু করে এই মাসেই রয়েছে একাধিক ছুটির দিন।
২-৩ ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষ্যে বন্ধ থাকবে স্কুল।
পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী ও সবেবরাত একই দিনে থাকায় ১৪ ফেব্রুয়ারিতেও থাকবে ছুটি
এরপর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এদিনেও মিলবে ছুটি।
তবে ছুটি থাকলেও মাতৃভাষা দিবস পালন করার জন্য সেদিন স্কুলে যেতে হবে পড়ুয়াদের জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষ্যেও ছুটি থাকবে সরকারি অফিস-স্কুল
এছাড়া চলতি মাসেই রয়েছে মাধ্যমিক ফলে ১০-২২ তারিখ পর্যন্ত থাকবে স্কুল
সব মিলিয়ে এই বছর নতুন বছরে এই রাজ্যে ২৫ দিন ছুটি থাকছে। এ ছাড়াও থাকছে রাজ্য সরকারের ছুটি।
Deblina Dey