WB Weather Alerts: মোন্থা কেটে গেলে এখনও সক্রিয় গভীর নিম্নচাপ। যার প্রভাবে ফের অতিভারী বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। কী বলছে আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
উত্তর-পূর্ব ভারতে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা, জানাল আবহাওয়া দফতর। উত্তর ছত্তিশগড় থেকে অগ্রসর হয়ে এখন উত্তর-পশ্চিম ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে গভীর নিম্নচাপ “মোন্থা”-র অবশিষ্টাংশ। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও উত্তর-পূর্ব দিকে সরতে সরতে বিহার ও উত্তরবঙ্গের দিকে দুর্বল নিম্নচাপ হিসেবে অগ্রসর হবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
25
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি (২০ সেমি-র বেশি) হতে পারে। কোচবিহার ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭–২০ সেমি) সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুরে ভারী, দক্ষিণ দিনাজপুর ও মালদহে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলাকালীন ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
35
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গেও বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির (৭–১১ সেমি) আশঙ্কা করা হয়েছে। নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া (৩০–৫০ কিমি/ঘণ্টা) বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।