বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে হাওয়া বদল! কবে থেকে কলকাতায় জাঁকিয়ে শীত? রইল বিরাট আপডেট

Published : Nov 23, 2025, 06:32 AM IST

WB Winter Alerts: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকলেও এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। কেমন থাকবে ছুটির দিনে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। আপাতত গভীর নিম্নচাপের পূর্বাভাস ভারতের মৌসম ভবনের। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগরে। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মালাক্কা প্রণালীতে। এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের।

26
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া

দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। সামান্য নামলো তাপমাত্রা। আগামী দু-তিনদিন তাপমাত্রা আরও কিছুটা কমবে। শীতের আমেজ সামান্য ফিরবে সকালে ও রাতে। কলকাতায় ফের ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। পশ্চিমের জেলায় ১৪/১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা। সকালে ও রাতে শীতের আমেজ। বেলায় কিছুটা কমবে শীতের আমেজ।

36
দক্ষিণবঙ্গে আরও পারদ পতন

রবিবার থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা।‌ মঙ্গলবারের মধ্যে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। স্বাভাবিকের ওপরে যে তাপমাত্রা রয়েছে তা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে। কলকাতায় ১৭ এবং জেলায় ১৪/১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা বজায় থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী দু-তিন দিনে সামান্য কমতে পারে তাপমাত্রা। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শুষ্ক হাওয়ায় শীতের আমেজ। রাতে শিশির এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

46
কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে

রবিবার থেকে মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশার সতর্কতা। তার প্রভাব পড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। সামান্য নামলো পারদ। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা কুয়াশা। রবিবার থেকে ২দিন আরো একটু কমতে পারে তাপমাত্রা। কলকাতায় পারদ ১৭/ ১৯ ডিগ্রি সেলসিয়াস এর ঘরেই থাকবে। সকালে কুয়াশা/ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ থাকবে।

56
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র পার্বত্য এলাকায়। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এর কিছু এলাকায়। বৃষ্টি হলে তাপমাত্রা কমতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। রবিবার থেকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

66
ভিনরাজ্যের আপডেট

মধ্যপ্রদেশে শৈত্য প্রবাহের পরিস্থিতি। কেরল ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সতর্কতা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু পন্ডিচেরি এবং করাইকালে। আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার সর্বোচ্চ ৬০ কিঃমিঃ প্রতি ঘন্টায় হতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories