২০২৬ সালে স্কুলগুলিতে ছুটির লম্বা তালিকা, নতুন বছরের আগেই ঘোষণা WBBSE

Published : Dec 12, 2025, 02:28 PM IST
school holiday patna

সংক্ষিপ্ত

২০২৬ সালের মাধ্যমিক স্তরের স্কুলগুলির জন্য ছুটির তালিকা বা 'Model Holiday List 2026' প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। জানুয়ারি থেকে ডিসেম্বর- কোন মাসে কতদিন ছুটি থাকবে তাই একনজরে দেখুন। 

স্কুলে ছুটির তালিকা

২০২৬ সালের মাধ্যমিক স্তরের স্কুলগুলির জন্য ছুটির তালিকা বা 'Model Holiday List 2026' প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। জানুয়ারি থেকে ডিসেম্বর- কোন মাসে কতদিন ছুটি থাকবে তাই একনজরে দেখুন। আগামী বছর সবমিলিয়ে ৬৫টি ছুটির দিন ধার্য করা হয়েছে।

এক নজরে দেখুন ১২ মাসের ছুটির তালিকা

জানুয়ারি-এপ্রিল

১ জানুয়ারি বৃহস্পতিবার ইংরেজি নববর্ষ

১২ জানুয়ারি সোমবার স্বামী বিবেকানন্দ জয়ন্তী

২২ জানুয়ারি বৃহস্পতিবার সরস্বতীপুজোর আগের দিন

২৩ জানুয়ারি শুক্রবার সরস্বতী পুরো ও নেতাজি জয়ন্তী।

২৬ জানুয়ারি সোমবার সাধারণতন্ত্র দিবস

ফেব্রুয়ারি

৪ ফেব্রুয়ারি শবে বরাত

১৪ ফেব্রুয়ারি শনিবার পঞ্চানন বর্মার জন্মদিন

১৫ রবিবার শিবরাত্রি

মার্চ

৩ মার্চ মঙ্গলবার দোলযাত্রা

৪ মার্চ বুধবার হোলি

১৭ মার্চ মঙ্গলবার শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন

২০ মার্চ শুক্রবার ইদ-উল-ফিতরের আগের দিন

২১ মার্চ শনিবার ইদ

২৬ মার্চ বৃহস্পতিবার রামনবমী

৩১ মার্চ মঙ্গলবার মহাবীর জয়ন্তী

এপ্রিল

৩ এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে

১৪ এপ্রিল মঙ্গলবার বিআর আম্বেডকরের জন্মদিন

১৫ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ

মে

১ মে শুক্রবার মে দিবস, বুদ্ধপূর্ণিমা,পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবস

৯ মে শনিবার রবীন্দ্র জয়ন্তী

১১ মে -১৬ মে গ্রীষ্মাবকাশ, এবার গরমের ছুটি মাত্র ৬ দিন

২৬ মে মঙ্গলবার ইদ-উল-জোহা, বকরি ইদের আগের দিন।

জুন

২৬ জুন শুক্রবার মহরম

জুন মাসে মাত্র একটি ছুটি রয়েছে শনিবার ও রবিবার ছাড়া।

জুলাই

১৬ জুলাই বৃহস্পতিবার রথযাত্রা

এই মাসেও একদিন মাত্র ছুটি

অগস্ট

১৫ অগস্ট শনিবার স্বাধীনতা দিবস

২৬ অগস্ট বুধবার ফতেহা দোহাজ দম

২৮ অগস্ট শুক্রবার রাখি বন্ধন

সেপ্টেম্বর

৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো

অক্টোবর

২ অক্টোবর শুক্রবার গান্ধী জয়ন্তী

১০ অক্টোবর শনিবার মহালয়া

১৫ অক্টোবর-১২ নভেম্বর পুজোর ছুটি। মহাচতুর্থী থেকে ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত ছুটি। রবিবার বাদ দিয়ে মাত্র ২৫ দিন।

নভেম্বর

১৫ নভেম্বর রবিবার বিরসামুণ্ডার জন্মদিন ও ছট পুজো

১৬ নভেম্বর সোমবার ছট পুজো, এটি অতিরিক্ত ছুটি

২৪ নভেম্বর সোমবার গুরু নানকের জন্মদিন ও পার্শ্বনাথের রথযাত্রা

ডিসেম্বর

২৫ ডিসেম্বর শুক্রবার বড়দিনের ছুটি।

বাকি ছুটি

প্রধান শিক্ষকের বিবেচনাধীন ছুটি বছরে ১ দিন

দার্জিলিং ও কালিম্পং জেলায় ১৩ জুলাই কবি ভানুভক্তের জন্মদিন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SIR-এর ভয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা, ব্যাগ ও বস্তায় ভরে কী নিয়ে যাচ্ছে? দেখুন
চিংড়িঘাটায় ৩৬৬ মিটার 'জট' কাটবে? কলকাতা মেট্রো-সহ সবপক্ষকেই বুধবার বৈঠকে বসতে নির্দেশ