WBJEE result 2023: রাজ্য জয়েন্টে প্রথম স্থানে কলকাতার পড়ুয়া, সেরা দশের তালিকায় রইলেন কারা? দেখে নিন

Published : May 26, 2023, 05:05 PM ISTUpdated : May 26, 2023, 05:15 PM IST
mumbai news some score of math result gets wrong in maths exam of mu gives 115 marks out of 100

সংক্ষিপ্ত

২০২৩ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকলেন কলকাতার দুই পড়ুয়া। প্রথম ১০ জনের ৬ জন পড়ুয়াই পশ্চিমবঙ্গের।

মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পিছিয়ে থাকলেও জয়েন্ট এন্ট্রান্সে জেলাকে টেক্কা দিল কলকাতা। ২০২৩ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকলেন কলকাতার দুই পড়ুয়া। প্রথম ১০ জনের ৬ জন পড়ুয়াই পশ্চিমবঙ্গের। এছাড়া মেধা তালিকায় নাম রয়েছে রাজস্থানের দুই পড়ুয়ার। রাজ্য জয়েন্টে প্রথম স্থান অধিকার করলেন ডিপিএস রুবি পার্ক স্কুলের পড়ুয়া মহম্মদ সাহিল আখতার। দ্বিতীয় স্থানে রয়েছেন সোহম দাস। তৃতীয় স্থান অধিকার করলেন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সারা মুখোপাধ্যায়। চতুর্থ স্থানে রয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের পড়ুয়া।

এক নজরে মেধাতালিকা

  • প্রথম - মহম্মদ সাহিল আখতার (ডিপিএস রুবি পার্ক স্কুল)
  • দ্বিতীয় - সোহম দাস (ডিপিএস রুবি পার্ক স্কুল)
  • তৃতীয় - সারা মুখোপাধ্যায় (বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়)
  • চতুর্থ - সৌহার্দ্য দণ্ডপাঠ (মেদিনীপুর কলেজিয়েট স্কুল)
  • পঞ্চম - অয়ন গোস্বামী (দুর্গাপুর হেমশিলা মডেল স্কুল)
  • ষষ্ঠ - অরিত্র আম্বুদ দত্ত (সোদপুর নারায়না স্কুল)
  • সপ্তম - কিন্তন সাহা (কোটা রাজস্থানের মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুল)
  • অষ্টম - সাগ্নিক নন্দী (বাঁকুড়া জেলা স্কুল)
  • নবম - রক্তিম কুণ্ডু (রাজস্থানের দিশা ডেলফি পাবলিক স্কুল)
  • দশম - শ্রীরাজ চন্দ্র (কাটোয়ার হোলি অ্যাঞ্জেল স্কুল)

শুক্রবার প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দু'দিনের মাথায় প্রকাশিত হল জয়েন্টের রেজাল্টও। শুক্রবার দুপুর ২টো ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। বিকেল ৪টে থেকে র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

কোথায় দেখা যাবে রেজাল্ট?

জয়েন্ট্র এন্ট্রান্স বোর্ড সূত্রে জানা যাচ্ছে সরকারি ওয়েবসাইটেই। wbjeeb.nic.in- ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। গত ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল রাজ্যে। www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইটেও রেজাল্ট দেখা যাবে। কাউন্সেলিংয়ের প্রক্রিয়া আরও সরল করতে একটি পুস্তক প্রকাশ করা হবে বলেও ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা।

আরও পড়ুন -

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট, কীভাবে ডাউনলোড করবেন র‍্যাঙ্ক কার্ড? জানুন

২৫ লক্ষ টাকার জরিমানার নির্দেশে স্থগিতাদেশ দিলেও মিলল না রক্ষাকবচ, অভিষেককে ডাকতে পারে ইডি-সিবিআই

বাজেয়াপ্ত হয়েছে সব সম্পত্তি, এবার কে বা কারা জোগাবে অনুব্রতর মামলার খরচ? উঠছে প্রশ্ন

PREV
click me!

Recommended Stories

রাত বাড়তেই স্বাভাবিকের নীচে নামল পারদ, বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? রইল বিরাট আপডেট
Adhir Ranjan Chowdhury: ‘বিজেপির সঙ্গে সংঘাতে যেতে চান না মমতা!’ শাসকের আসল উদ্দেশ্য ফাঁস করলেন অধীর