রবিবার একাধিক জেলায় প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Sahely Sen | Published : Aug 13, 2023 1:21 AM IST / Updated: Aug 13 2023, 07:02 AM IST
সারা সপ্তাহ জুড়ে একটানা প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস। বঙ্গের আকাশে ঘূর্ণাবর্তের প্রভাবে দুর্যোগ অব্যাহত থাকার সম্ভাবনা।
ছুটির দিনে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে আকাশ সারাদিন জুড়েই মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গাঙ্গেয় উপকূল সহ বীরভূম, মুর্শিদাবাদ, ইত্যাদি জেলাগুলিতে ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) হতে পারে। তাপমাত্রার পারদ ২৭ থেকে ৩০-এর মধ্যেই থাকার সম্ভাবনা, তাপমাত্রায় বিশেষ কোনও বদল আসবে না।
অন্যদিকে পার্বত্য বঙ্গে আজ বজ্র-বিদ্যুৎসহ প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
কালিম্পং ও কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
অতি ভারী বৃষ্টির সতর্কতা সোমবারের জন্যও বহাল থাকবে। সোমবারের পর উত্তরবঙ্গে ধীরে ধীরে কমতে পারে বৃষ্টির পরিমাণ।