আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার ওপর শক্তি বাড়িয়েছে ঘূর্ণাবর্ত।
Sahely Sen | Published : Aug 12, 2023 6:53 AM / Updated: Aug 12 2023, 07:05 AM IST
বাংলার ওপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, জলপাইগুড়ির উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মিজোরাম পর্যন্ত এর বিস্তার ঘটেছে।
বাংলাদেশের উপর সৃষ্টি হওয়া আরেকটি ঘূর্ণাবর্তও ধীরে ধীরে শক্তি বাড়িয়েছে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে।
আরেকদিকে, উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ ও উত্তর-পশ্চিম বিহার সংলগ্ন এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
এতগুলি চাপের প্রভাবে বঙ্গের আবহাওয়ায় হু হু করে জলীয় বাষ্পের প্রবেশ ঘটছে। এর ফলে, শনিবার ভালোরকম বৃষ্টিপাত হতে পারে গোটা বাংলা জুড়ে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা। শনিবারের পর রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানা গেছে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
আরেকদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার।
দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী (৭-২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। এর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।