দুর্গাপুজোর পর থেকেই কলকাতায় আবহাওয়া মনোরম। সকালের দিকে জমতে শুরু করেছে কুয়াশা।
27
বেলা বাড়লে তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেলেও রাতের দিকে তাপমাত্রা নেমে যাচ্ছে প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
37
এরই মধ্যে আবহাওয়ায় সামান্য পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
47
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার থেকেই বেশ কয়েকটি জেলায় শুরু হয়ে যেতে পারে ইলশেগুঁড়ি বৃষ্টি। কলকাতার আকাশও অংশত মেঘলা থাকবে।
57
শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবারের পর থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
67
ঝিরঝিরি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং এবং কালিম্পং জেলায় শুক্রবার হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
77
শুক্রবারের পর থেকে পার্বত্য জেলা, যেমন, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে, তাপমাত্রার বড় রকমের হেরফের হবে না বলেই জানানো হয়েছে।