Weather Update: শুক্রবার দুপুরে শুরু ইলশেগুঁড়ি বৃষ্টি, লক্ষ্মীপুজোতেও কি ভাসাবে বর্ষা?

দুর্গাপুজোর অষ্টমী-নবমীর পর লক্ষ্মীপুজোতেও বর্ষা দাপট দেখাবে কিনা, সেই চিন্তায় রয়েছে আপামর বাঙালি। আলিপুর আবহাওয়া দফতর কী জানাচ্ছে?

Sahely Sen | Published : Oct 27, 2023 8:52 AM IST

17

শনিবার কোজাগরী লক্ষ্মীপুজো। তার আগে শুক্রবার দুপুর থেকেই আকাশের মুখ ভার!

27

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তেই আকাশ মেঘাচ্ছন্ন। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে শুরু হয়ে গেছে ইলশেগুঁড়ি বৃষ্টি। 

37

দুর্গাপুজোর অষ্টমী-নবমীর পর লক্ষ্মীপুজোতেও বর্ষা দাপট দেখাবে কিনা, সেই চিন্তায় রয়েছে আপামর বাঙালি। আলিপুর আবহাওয়া দফতর কী জানাচ্ছে?

47

কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো উপকূলীয় জেলাগুলিতে অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে। আগামি ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রা কিছুটা কমে যাবে। 

57

৩ দিন পর থেকে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আছে। তবে, বৃষ্টি খুব বেশি দাপট দেখাবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। 

67

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। 

77

উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। 

আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

Read more Photos on
Share this Photo Gallery
click me!
Recommended Photos