বসন্তের প্রাক্কালে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট

শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে চোখে পড়েছে মেঘলা আকাশ। আবহাওয়া দফতর বলছে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিছু কিছু জেলায় হতে পারে বৃষ্টিও।

তাপমাত্রার খামখেয়ালিপনা নিয়ে কেটে গিয়েছে শীতকাল। ফেব্রুয়ারির মাঝামাঝিতে এসে তাপমাত্রার পারদে হঠাৎ পতন দেখেছে বঙ্গ। বসন্তের প্রাক্কালে এসেছে ঘুরেফিরে ফের গায়ে দিতে হয়েছে কম্বল। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, ফেব্রুয়ারির শেষ সপ্তাহের একেবারে সূচনা পর্ব থেকেই বাড়তে শুরু করবে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। সেই পূর্বাভাসের সঙ্গে আবার নতুন বার্তা দিল হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকালে সমগ্র বাংলা জুড়ে বাতাসের জলীয় বাষ্প বেড়ে গিয়েছে ভালোরকম। জলীয় বাষ্প বেড়ে গেলেই সারাদিন ধরে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। বাতাসের বাষ্প সবচেয়ে বেশি রয়েছে সমুদ্র তীরবর্তী পর্যটনক্ষেত্র দিঘাতে। তা ছাড়া, দক্ষিণে সুন্দরবন, ডায়মন্ড হারবার, নদিয়ার কৃষ্ণনগর, আসানসোল, ইত্যাদি জেলাতেও সবচেয়ে বেশির দিকে রয়েছে জলীয় বাষ্পের পরিমাণ। কলকাতার বাতাসে শনিবার জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে প্রায় ৮৫ শতাংশ।

Latest Videos

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ইতিমধ্যেই দু’এক পশলা বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরের দিঘায়। শনিবার হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে তা হবে আগামী ২-৩ দিন পর। চলবে টানা ২-৩ দিন ধরে। দক্ষিণবঙ্গের গাঙ্গেয় জেলাগুলির বৃষ্টিপাত একটানা চলার কোনও সম্ভাবনা আপাতত নেই। তবে, তাপমাত্রার পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে থাকবে।

আরও পড়ুন-

‘দেশে সংকট এলেও মেয়েদের ঋতুস্রাব কিন্তু বন্ধ হয় না’, তুরস্ক-সিরিয়াকে সতর্ক করল বিভিন্ন জরুরি পরিষেবাদায়ী সংস্থা
এক বছর পূর্তির আগেও যুদ্ধে বড়সড় হামলার ছক রাশিয়ার, ২৪ ঘণ্টা ধরে ইউক্রেনে চলল ধ্বংসলীলা
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বঙ্গ সফরে দেওয়া হচ্ছে জেড ক্যাটেগরির নিরাপত্তা, ‘অহেতুক খরচা’ বলে কটাক্ষ বিরোধীদের

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya