আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ ধীরে ধীরে সরে যাচ্ছে ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের উপর। এর ফলে ধীরে ধীরে বৃষ্টি কমে যাবে। তারপরেই ফিরে আসতে পারে অস্বস্তিকর গরম।
Web Desk - ANB | Published : Jun 27, 2023 1:20 AM IST / Updated: Jun 27 2023, 06:58 AM IST
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গে, মঙ্গলবারও সেই বৃষ্টি বিক্ষিপ্তভাবে জারি থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ ধীরে ধীরে সরে যাচ্ছে ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের উপর। তবে, বাংলায় এর প্রভাব আপাতত জারি থাকবে।
মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে দু’এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।
সপ্তাহান্তে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জেরে আবার ফিরে আসবে প্যাচপ্যাচে ঘর্মাক্ত আবহাওয়া।
উত্তরবঙ্গে আবহাওয়ার গতিবিধি দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই বিপরীত। রবি, সোম, মঙ্গলে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে কিছুটা কমতি এলেও বুধবার থেকে আবার বাড়বে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে আবার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বুধবার থেকে।
উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে নিচু এলাকাগুলি প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে অধিক বৃষ্টিপাত হবে (৭-১১ সেন্টিমিটার) বলে জানিয়েছে হাওয়া অফিস।