বড়দিনের আগেই জমিয়ে ঠাণ্ডার পূর্বাভাস, দার্জিলিঙের তাপমাত্রা নেমে গেল ছয়ের ঘরে

১৭ ডিসেম্বর ছিল চলতি মরশুমের শীতলতম দিন।  এরপর ১৮ ডিসেম্বরও একই রইল বঙ্গের তাপমাত্রা। 

শনিবারের পর রবিবারও কমের দিকেই রইল কলকাতার তাপমাত্রা। শনিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ছিল দুই ডিগ্রি কম, ১৮ ডিসেম্বর রবিবার সকালেও ১৩.২ ডিগ্রিতেই রইল তাপমাত্রার পারদ। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কম। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৫.৭ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে এখন জোরালো উত্তর-পশ্চিমী বাতাস বইছে। এর প্রভাবে রাজ্যে তাপমাত্রা হু হু করে নিম্নগামী হচ্ছে। আগামী এক থেকে দু'দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানা গেছে। তারপর নতুন করে পারদের পতন হবে না, বরং পরবর্তী দু'তিন দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

Latest Videos

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আপাতত দক্ষিণবঙ্গের কোনও অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে গত দু-তিন দিন হালকা বৃষ্টিপাত হলেও এখন আর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে, দার্জিলিং ও কালিম্পঙের দু'এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। বাকি ছ'টি জেলায় আবহাওয়া শুকনোই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শনি ও রবিবার দার্জিলিং ও কালিম্পঙ জেলায় বৃষ্টি হবে না। সোমবার এবং মঙ্গলবার দুই জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে, পার্বত্য হিমালয়ান অঞ্চলগুলিতে কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা জমাট বাঁধতে পারে বলে জানানো হয়েছে। উপর দিকে থেকে একটি পশ্চিমী ঝঞ্জা অতিক্রম করায় সেই কুয়াশা থাকবে।

দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সতর্কতা নেই। বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগণা জেলার আকাশ আজ অংশত মেঘলা থাকতে পারে। তবে, দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা আছে।


আরও পড়ুন-
আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে বড় ঘোষণা, সংসদে জানিয়ে দিলেন আইনমন্ত্রী কিরণ রিজিজু
শুভেন্দু বনাম দিলীপ দ্বন্দ্ব নয়, অমিত শাহের নজরে রইল বঙ্গে বিজেপির আসনসংখ্যা, কলকাতায় এসেই দলকে কড়া বার্তা
কলকাতায় এলেও অমিত শাহের সময় পরিমিত, ফের পিছিয়ে গেল জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury