Kali Puja Weather: ঝিরঝিরে বৃষ্টি, নাকি পরিষ্কার আকাশ, কালীপুজোর দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া?

Published : Nov 12, 2023, 06:54 AM IST

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কালীপুজোর পর থেকে আরও ঠাণ্ডা পড়তে পারে সারা বাংলায়।

PREV
15

শনিবার থেকেই বাংলার জেলায় জেলায় জোরকদমে চলছে কালীপুজোর প্রস্তুতি। ব্যবস্থাপনা যতই তুঙ্গে থাকুক, রবিবার কি সঙ্গ দেবে আবহাওয়ার অবস্থা?

25

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, হালকা শীতের আমেজের মধ্যে দিয়েই কাটবে কালীপুজো। সকাল ও রাত,  দুই বেলাতেই অনুভূত হচ্ছে তুলনামূলক শীতল আবহাওয়া।

35

দিনের তুলনায় রাতের দিকে ঠাণ্ডার পরিমাণ বেশি থাকছে‌। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে আরও ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমে যাবে তাপমাত্রার পারদ।

45

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কালীপুজোর পর থেকে আরও ঠাণ্ডা পড়তে পারে সারা বাংলায়। ভাইফোঁটার দিনও হিমেল আমেজ অনুভূত হবে। 

55

আকাশের অবস্থা পরিষ্কারই থাকবে। উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই আপাতত বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই। 

click me!

Recommended Stories