কলকাতা এবং দক্ষিণের জেলাগুলিতে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আগামি ৪ থেকে ৫ দিনে তাপমাত্রার পারদ আরও ২-৩ ডিগ্রি নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলত, নম্ভেম্বর মাসের শেষ দিকটি গাঙ্গেয় বঙ্গে হালকা শীত নিয়েই কাটবে বলে আশা করা যাচ্ছে।
উত্তরবঙ্গের আকাশ মঙ্গলবার অংশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং জেলায় অতি সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে, উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আপাতত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। আগামি ৪ থেকে ৫ দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।