উত্তরপূর্ব এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গেছে ঘূর্ণিঝড় মিধিলি। বর্তমানে এটি পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে।
এর প্রভাবে শনিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় অন্তত ৪০ থেকে ৫০ কিলোমিটার। তার সঙ্গে রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও।
ঘূর্ণিঝড় দুর্বল হয়ে গেলেও শনিবার দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকারই সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হালকা বৃষ্টি হওয়ার দরুন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও নেমে গেছে প্রায় ২৭ ডিগ্রির কাছাকাছি, স্বাভাবিকের থেকে যা প্রায় ৪ ডিগ্রি কম।
নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে, পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় শনিবার বৃষ্টি হওয়ার কোনও পূর্বাভাস নেই। তাপমাত্রার কোনও বড়সড় হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।