ফেব্রুয়ারির শুরু থেকে পিছিয়ে যেতে শুরু করেছে দাপুটে শীত। প্রথম সপ্তাহে মেঘ জমলেও দ্বিতীয় সপ্তাহের শুরুতে আকাশ পরিষ্কারই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মঙ্গলবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।
৬ তারিখ, অর্থাৎ বুধবার, উপকূলীয় জেলা, যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে ৫ এবং ৬ তারিখ আকাশ অংশত মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে জমতে পারে ঘন কুয়াশা।
৮ তারিখ পর্যন্ত রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে। ৯ তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে, তার সঙ্গে সামান্য তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে।
৫ তারিখে উচ্চ পার্বত্য অঞ্চলগুলিতে হালকা শিলাবৃষ্টিও হতে পারে।
উত্তরের অন্যান্য জেলা, যেমন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে সোমবার হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের বেশ কাছাকাছি থাকলেও সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ৮ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।