Weather 4 June: ভোট গণনার দিনে কী বৃষ্টি হবে কলকাতায়? রইল গোটা রাজ্যের আবহাওয়ার আপডেট

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়।

 

ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার রাজ্যের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ভোট গণনা। গণনার মধ্যেই বৃষ্টিতে ভারতে পারে কয়েকটি জেলা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ১০ জুনই পাকাপাকিভাবে বর্ষা আসছে রাজ্যে। শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়। আগামী দুই দিন অর্থাৎ বুধবার পর্যন্ত জারি থাকছে ঝড়বৃষ্টির সতর্কতা।

Latest Videos

তবে কলকাতা যে একদম শুকনো খটখটে থাকবে তার নিশ্চয়তা দেয়নি আলিপুর হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী কলকাতায় ৭-১৯ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জোড়া ঘূর্ণাবর্তের কারণে রাজ্যেই বর্ষা হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমের উপর দিয়ে। অন্যদিকে উত্তর প্রদেশের পশ্চিম দিকেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার কারণে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বইবে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। তবে ৬ জুন রাজ্যের প্রতিটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আগামিকাল থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির আশেপাশে। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রায় একই রকম আবহাওয়া থাকবে হাওড়া, দমদম আর সল্টলেকে। ৪ জুন রাজ্যের কোথাও অবশ্য তাপপ্রবাহের পূর্বাভাস নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আসানসোলে। সেখানের তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেষ আর পুরুলিয়ায় থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

 

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন