Rain forecast: বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভ্যাপসা গরম থেকে রেহাই দিতে আজ থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। আগামী তিন দিন কলকাতা -সহ রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।weather update for kolkata and west bengal Rain forecast for three days due to low pressure over Bay of Bengal

 

Saborni Mitra | Published : Jul 31, 2023 6:18 PM / Updated: Jul 31 2023, 07:33 PM IST
110
স্বস্তির বৃষ্টি

গত কয়েক দিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমে অতিষ্ট হচ্ছিল মানুষ। এবার হয়তো সেই অসহ্য পচা গরম থেকে রেহাই মিলতে পারে। কারণ তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে।

210
তিন দিন বৃষ্টি

সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা -সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

310
বৃষ্টির কারণ

বৃষ্টির কারণ

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ১২ ঘণ্টায় তা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে।

410
কোথায় কবে বৃষ্টি

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।

510
মঙ্গলবার বৃষ্টি

মঙ্গলবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিনই প্রবল বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া ও মুর্শিদাবাদে। নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

610
বুধবার বৃষ্টি

বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনপুর, বাঁকুড়াসহ দুই একটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির কারণে নদীর জলের স্তর বাড়ারও আশঙ্কা রয়েছে।

710
বিক্ষিপ্ত বৃষ্টি

গত কয়েক দিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। কিন্তু এখনও তেমনভাবে গরম কমেনি। অস্বস্তিকর আবহাওয়া বর্তমান। বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি। তাই ঘাম ঝরছে শ্রাবণ মাসেও ।

810
কলকাতার তাপমাত্রা

হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

910
গাঙ্গেয় উপত্যকায় বৃষ্টি

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় উপত্যকায় ৩১ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস কয়েছে। সতর্কও করা হয়েছে স্থানীয়দের।

1010
মৎসজীবীদের জন্য সতর্কতা

সমুদ্র ও তীরবর্তী এলাকার মৎসজীবীরে জন্য সতর্কতা জারি করা হয়েছে ৩১ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত। বলা হয়েছে সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সমুদ্র না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos