Weather Update: রবিবার বিকেল থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ইতিমধ্যেই কয়েকটি জেলায় বৃষ্টি শুরু

আবাহওয়া দফতর বিজ্ঞপ্তি জারি করে আরও জানিয়েছেন বৃষ্টির সঙ্গে ঝড়ও হবে। ঘণ্টায় হাওয়ার গতিবেদ থাকবে ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত।

হাতে আর মাত্র দুই থেকে তিন ঘণ্টা সময় বেঁধে দিয়েছে হাওয়া অফিস। আবারও পশ্চিমবঙ্গের সাত জেলার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। টুইট করে জানিয়ে দেওযা হয়েছে রবিবার বিকেরের পর থেকেই হাওড়া, হুগলি, দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বীরভূম , মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

আবাহওয়া দফতর বিজ্ঞপ্তি জারি করে আরও জানিয়েছেন বৃষ্টির সঙ্গে ঝড়ও হবে। ঘণ্টায় হাওয়ার গতিবেদ থাকবে ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত। মাত্র কয়েক দিন আগেই নিম্মচাপের বৃষ্টি বিদায় নিয়েছিল। তারপর থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। কিন্তু রবিবারে বিকেলের আবারও বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। যা রাজ্যবাসীর অস্বস্তি কিছুটা বাড়াল। হাওয়া অফস সূত্রের খবর ঝড়-বৃষ্টির সময় যারা বাইরে থাকবে তাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Latest Videos

রবিবার সকাল থেকেই কলকাতা -সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রার পারদ অচমকাই চড়ে গিয়েছিল। সঙ্গে ছিল গুমোট গরম। যার কারণ সকাল থেকেই ঘাম ঝরতে শুরু করেছিল শহরবাসীর। কবকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। তবে সর্মনিম্ম তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। বাতসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। যা বৃষ্টি হতে সাহায্য করে।

 

হাওয়া অফসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযাযী আজ ও আগামিকাল অর্থাৎ সোমবার পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা। মঙ্গলবারও আকাশ থাকবে মেঘলা। তবে বুধবার থেকেই আকাশ পরিষ্কার হওয়ার কথা।

কিছুদিন আগেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছিল। যার কারণে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। তারপর শনিবার রাত থেকে তাপমাত্রার পারদ ক্রমশই চড়তে থাকে। তবে এদিন সকাল থেকেই ছিল গুমোট গরম।এদিন দুপুরের পর থেকেই বেশ কিছু জেলায় আকাশ মুখভার করতে শুরু করে।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জেরে তাপমাত্রার পারদও কিছুটা নিম্নগামী। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির সর্বনিম্নতাপমাত্র ১৭.১ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। জলপাইগুড়ি ও পাশাপাশি তিন জেলায় আগামী দিন তিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম ছিল। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তলাই ও ডুয়ার্স এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari