Weather Update: সপ্তাহের শেষে বড় বদল দুই বঙ্গের আবহাওয়ায়, জানুন কবে কোথায় বৃষ্টির সম্ভাবনা?

Published : Sep 28, 2023, 01:03 PM IST
heavy rain

সংক্ষিপ্ত

আগামীকাল থেকেই মেঘলা থাকবে কলকাতা-সহ একাধিক সংলগ্ন জেলায়। আলিপুর জানাচ্ছে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তীব্র গরম রাজ্যজুড়ে। তবে শুক্রবার থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামীকাল থেকেই মেঘলা থাকবে কলকাতা-সহ একাধিক সংলগ্ন জেলায়। আলিপুর জানাচ্ছে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম। আগামী ৪৮ ঘন্টায় স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে। তবে আগামীকাল বিকেলের পর থেকেই সামান্য পরিবর্তন আসবে আবহাওয়ায়।

শুক্রবার দুপুর থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসবে। শনিবার থেকে আরও বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লেও উত্তরে বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে আরও বৃষ্টি বাড়বে পাহাড়ে। শনিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে এবং জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে ঘনাচ্ছে একটি ঘূর্ণাবর্ত। ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের আকাশও শুষ্ক থাকবে বলেই আশা করা হচ্ছে। সপ্তাহের শেষ পর্যন্ত পার্বত্য বঙ্গের আবহাওয়া থাকবে মনোরম। উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

PREV
click me!

Recommended Stories

মেসির অনুষ্ঠান তৃণমূল হাইজ্যাক করেছে, যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলা নিয়ে বড় অভিযোগ সুকান্তর
Suvendu Adhikari: ভোটের আগেই হুগলী থেকে বিরাট প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু! দেখুন কী বলছেন