কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি, আবার কোথাও কোথাও ব্যাপক গরমের পূর্বাভাস।
Sahely Sen | Published : Aug 28, 2023 6:51 AM / Updated: Aug 28 2023, 07:11 AM IST
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ায় তীব্র অস্বস্তি বজায় থাকার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
রাতের দিকে আকাশ সামান্য মেঘলা হলেও আগামী কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই।
চলতি সপ্তাহে গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রা প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের তুলনায় বেশ কিছুটা বিপরীত। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই ৩ জেলা ছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির আকাশ প্রায় শুষ্কই থাকবে বলে আশা করা হচ্ছে।
আপাতত চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গেও একটানা বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। ২-৩ দিন ধরে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।