নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্ত। তার প্রভাবে জলীয় বাষ্পের আধিক্য বেড়েছে পশ্চিমবঙ্গে।
28
শুক্রবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
38
দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
48
চলতি সপ্তাহের রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে। তার সঙ্গে বজায় থাকবে আবহাওয়াজনিত অস্বস্তি।
58
অতি ভারী বৃষ্টির আশঙ্কায় উত্তরবঙ্গের আবহাওয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা। শনিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে যেতে পারে।
68
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহার জেলায় ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
78
দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে।
88
উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই আপাতত তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, ৪-৫ দিন পর থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে।