Weather Update: সোমবার থেকে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস এই পাঁচ জেলায়, জারি করা হয়েছে হলুদ সতর্কতা
সোমবার সকাল থেকেই আবার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত পরিস্থিতির তেমন উন্নতি হবে না।
রবিবার সকালে থেকেই ছিল মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কমলেই তেমন চড়া রোদ দেখা যায়নি। কিন্তু সোমবার থেকে আবারও আকাশের মুখ ভার থাকবে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
সোমবারের আবহাওয়া
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রবল ঝড় বৃ্ষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
ঝড়ের গতিবেগ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই ৬ জেলায় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তারপর আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝড়ের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তাতেই রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
কলকাতার তাপমাত্র
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৩ ডিগ্রি। আগামী ৬ দিন তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
স্বস্তির আবহাওয়া
গত সপ্তাহ পর্যন্ত গোটা রাজ্যই তাপপ্রহবাহে জলেপুড়ে যাচ্ছিল। রেকর্ড হয়েছিল কলকাতার তাপমাত্রার। এক সপ্তাহের মধ্যেই তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই।