মকর সংক্রান্তিতে দেখা নেই শীতের। সকাল থেকেই কুয়াশা ঢাকা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়। কিন্তু তারপরই উত্তুরে হাওয়ার দাপট বাড়তে শুরু করে।
210
তাপমাত্রা বৃদ্ধি
গত কয়েক দিনের মত এদিও তাপমাত্রা বৃদ্ধি পায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার পারদও ছিল উর্ধ্বগামী।
310
কলকাতার তাপমাত্রা
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি। আগামিকালও তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
410
তাপমাত্রা বৃদ্ধি
দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়বে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
510
১২ বছরের উষ্ণ মকর সংক্রান্তি
গত ১২ বছরের মধ্যে এটাই তৃতীয় উষ্ণতম মকর সংক্রান্তি বাংলায়।
610
উষ্ণতম মকর সংক্রান্তি
২০২১ সালে সংক্রান্তির দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, ২০২২ সালে ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস আর ২০২৩ সালে সব রেকর্ড ভেঙে গিয়েছিল। ১৯.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল সংক্রান্তির তাপমাত্রা। আর এবার তাপমাত্র ১৬.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে বেশি।
710
বৃষ্টির সম্ভাবনা নেই
আপাতত রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে শুষ্ণ আবহাওয়া।
810
মাঘে শীত
কথায় রয়েছে মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু আবহাওয়ার যা অবস্থা তাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে অনেকেরই ঘাম ঝরতে শুরু হয়েছে।
910
শীত ফিরবে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ১৮ জানুয়ারি থেকে আবারও শীত ফিরতে পারে।
1010
ভারতে বৃষ্টির সম্ভাবনা
আজ এবং আগামী শনিবার পুদুচেরি, তামিলনাড়ু ও কড়াইকালে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারপরই কিছুটা হলেও তাপমাত্রা কমতে পারে।