DA Hike: বাড়ল ১০ শতাংশ ডিএ! মকরে দারুণ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
বাড়ল ১০ শতাংশ ডিএ! মকরে দারুণ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Anulekha Kar | Published : Jan 14, 2025 11:08 AM / Updated: Jan 14 2025, 01:30 PM IST
অন্যান্য রাজ্যের মতোই এই রাজ্যেও বাড়বে DA। দুর্দান্ত ঘোষণা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
কিছুদিন আগেই ডিএ-র ঘোষণা করেছে কেন্দ্র। তারপরেই ডিএ নিয়ে একের পর এক রাজ্য ঘোষণা করে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত DA বাড়েনি পশ্চিমবঙ্গে।
এবার এই রাজ্যে ডএ নিয়ে বড়সড় ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। তবে এক ধাক্কায় বেশ অনেকটা ডিএ ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
৩-৪ শতাংশ নয়, একধাক্কায় ১০ শতাংশ ডিএ বাড়ানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। খুব শিঘ্রই এই ঘোষণা করতে পারে রাজ্য সরকার।
দিন কয়েক আগেই ডিএ বাড়ানো হবে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এখনই কোনও ডিএ বাড়ছে না। তাই নিয়ে প্রবল অসন্তোষ দেখা গিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের মনে।
তবে হোমগার্ডদের ভাতা বাড়িয়েছে নবান্ন। এতে বেশ অনেকটাই উপকার মিলেছে।
এবার সরকারি কর্মীদের জন্যেও খুশির খবর দিল নবান্ন। একসঙ্গে ১০ শতাংশ DA-র ঘোষণা করছে রাজ্য সরকার।