আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখাটি ছত্তীসগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে গেছে। যার কারণে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর সেই কারণেই গোটা রাজ্যেই ঝড়বৃষ্টি হচ্ছে। কোথাও কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়েছে।