আজ গোধূলি লগ্নে দিলীপ-রিঙ্কুর চারহাত এক হচ্ছে, রইল বিয়ের বিস্তারিত তথ্য

Published : Apr 18, 2025, 09:27 AM IST

Dilip-Rinku's wedding: দিলীপ ঘোষ নিজে সাদামাটা থাকতে পছন্দ করেন। তাই তাঁর বিয়ের অনুষ্ঠানও হচ্ছে সাদামাটা। নিউটাউনে দিলীপের বাড়িতেই বসছে বিয়ের আসর। সেখানেই থাকবেন দুই পক্ষের নিকট আত্মীয়রা। 

PREV
110
আজ বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ

সবকিছু ঠিকঠাক থাকলে আজই বিয়ের পিঁড়িতে বসতে পারেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

210
পাত্রী বিজেপি নেত্রী

পাত্রী নিউটাউনের বাসিন্দা রিঙ্কু মজুমদার। তিনিও বিজেপি নেত্রী। মহিলা মোর্চার সঙ্গে যুক্ত।

410
ঘরোয়া অনুষ্ঠান

দিলীপ ঘোষ নিজে সাদামাটা থাকতে পছন্দ করেন। তাই তাঁর বিয়ের অনুষ্ঠানও হচ্ছে সাদামাটা। নিউটাউনে দিলীপের বাড়িতেই বসছে বিয়ের আসর। সেখানেই থাকবেন দুই পক্ষের নিকট আত্মীয়রা।

510
দিলীপকে শুভেচ্ছা

দিলীপ ঘোষকে বিয়ে উপলক্ষ্যে আগাম শুভেচ্ছা জানিয়েছেন তাঁর রাজনীতির সতীর্থরা। বিজেপির পক্ষ থেকে যেমন শুভেচ্ছা পেয়েছেন তেমনই প্রতিপক্ষ তৃণমূলের নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন দিলীপরে।

610
দিলীপ ঘোষের কৌমার্য ভাঙছে

দিলীপ ঘোষ ৬১ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলছেন। রিঙ্কু জানিয়েছেন, তিনি দিলীপ ঘোষ তাঁর প্রপোজাল গ্রহণ করায় তিনি গর্বিত। তিনি জানিয়ে দিলেন দিলীপ ঘোষকে তিনিই প্রথম বিয়ের প্রস্তাব দেবেন।

710
বিয়ের আর রেজিস্ট্রি একই সঙ্গে

দিলীপ ঘোষের হবু-স্ত্রী জানিয়েছেন আজই আগে হিন্দুমতে বিয়ে। তারপরই আইনিবিয়েও সারবেন তাঁরা।

810
কেন বিয়ে?

দিলীপ ঘোষের হবু-স্ত্রী রিঙ্কু জানিয়েছেন, তাঁর ছেলের জন্য যেমন একজন বাবা প্রয়োজন ছিল, তেমনই তাঁরও একজন মায়ের দরকার। তাই বিয়ে নিয়ে তিনি যথেষ্ট খুশি।

910
মা-ছেলের সংসার

দিলীপ ঘোষ থাকতেন তাঁর মায়ের সঙ্গে। মায়ের কাছে তিনি আদরের নাড়ু। দীর্ঘদিন ধরেই দিলীপের বিয়ের জন্য জোরাজুরি করছিলেন তাঁর মা। তাই পাত্রী এগিয়ে আসায় তিনি না করেননি। আর রিঙ্কু বিবাহবিচ্ছিন্না। ছেলে চাকরি করে সেক্টর ফাইভে। তাই বলা যেতেই পারে এবার আরও ভরে উঠছে দুই মায়ের সংসার।

1010
বিয়ে নিয়ে মুখে কুলুপ

তবে বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দিলীপ ঘোষ। মিডিয়ার সঙ্গে তিনি কথা বলছেন না। তবে আগেই তিনি বলেছিলেন, 'কেন আমি কি বিয়ে করতে পারি না?'তবে এবার প্রাতঃভ্রমণে দিলীপ আর রিঙ্কু জুটিকে দেখা যাবে বলেও এখন থেকেই আশাবাদী স্থানীয়রা।

Read more Photos on
click me!

Recommended Stories