
বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হটে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মোকার প্রভাবে সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। বুধবার থেকে কলকাতায় বৃষ্টি শুরু হবে বলেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। এবার আবহাওয়ার গতিবিধি দেখে কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী বুধবার কলকাতা ছাড়াও ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই ১১টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, এক ধাক্কায় অনেকখানি নেমে গেছে কলকাতার রাতের তাপমাত্রা। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে প্রায় ২২ ডিগ্রির কাছাকাছি, স্বাভাবিকের থেকে যা প্রায় ৫ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে যা প্রায় ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে টানা বৃষ্টি চলবে দক্ষিণ বঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলী, নদিয়া, কলকাতা, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে বাজ পড়ারও আশঙ্কা রয়েছে। বুধবারের পর এই বৃষ্টি বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবারেও অব্যাহত থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তাপমাত্রা আপাতত ৪-৫ দিন ধরে একই রকম থাকবে বলে জানানো হয়েছে।
সোমবার থেকে শনিবার পর্যন্ত দুই বঙ্গেই মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। পশ্চিমবঙ্গে আপাতত তাপমাত্রার পারদ কিছুটা কম হলেও ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পর সোমবার থেকে ব্যাপক গরম বাড়বে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, মোকার প্রভাবে পশ্চিমবঙ্গেও মেঘ ঢুকেছে। এর ফলেই আপাতত কলকাতা সহ গোটা রাজ্যের তাপমাত্রা কিছুটা কম রয়েছে। তবে ‘মোকা’-র ল্যান্ডফলের পরই পশ্চিমবঙ্গের আকাশ থেকে মেঘ চলে যাবে। তখনই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে থাকবে এবং রাজ্যের পশ্চিমাঞ্চল তাপপ্রবাহের কবলে পড়বে বলে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।